শাহারানপুর: থানার মধ্যেই চেয়ারে বসে রয়েছেন এক ব্যক্তি। থানার মধ্য বসেই ওই ব্যক্তি মদ্যপান করছেন। থানার টেবিলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জলের বোতল এবং মদের সঙ্গে খাওয়ার জন্য অন্য খাবার। সম্প্রতি এই ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। থানার মধ্যে এক ব্যক্তির মদ্যপানের ছবি দেখে সমালোচনায় মুখর নেটিজেনদের একাংশ। জানা গিয়েছে, উত্তর প্রদেশের শাহারানপুর জেলার একটি থানায় ঘটেছে এই ঘটনা। থানার মধ্যে মদ্যপানের ছবি ছড়াতেই নড়ে চড়ে বসেছে ওই জেলার পুলিশ প্রশাসন। ঘটনা নিয়ে রিপোর্চ তলবের পাশাপাশি ওই থানার স্টেশন ইন চার্জকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের শাহারানপুরে রয়েছে খাতা খেরি থানা। সেই থানার মধ্যে ঘটেছে এই ঘটনা। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বসে রয়েছেন চেয়ারে। তাঁর সামনে থাকা টেবিলে রয়েছে মদের বোতল। সেখান থেকে গ্লাসে মদ ঢেলে খাচ্ছেন তিনি। মদের বোতল, জলের বোতল এবং খাবার রাখা সামনের টেবিলে। জানা গিয়েছে, থানার মধ্যে মদ খাওয়া ওই ব্যক্তির নাম ইমরান। কী করে এক জন ব্যক্তি মদ খাচ্ছেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, মদ খাওয়ার ঘটনাটি ঘটেছিল এ বছর হোলির সময়। সেই ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এর পরই বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে সে জেলার পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ওই থানার স্টেশন ইন চার্জ সচিন ত্যাগীকে সাসপেন্ড করা হয়েছে। এই সাসপেন্ডের কথা জানিয়েছেন শাহারানপুরের পুলিশ সুপার বিপিন টাডা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।