Mumbai: পেটে দেশি মদ পড়লেই পুলিশকে বোমা হুমকি, তিন-তিনবার গ্রেফতারির পরও অদম্য এই ব্যক্তি

Mumbai drunk man hoax call to cops: মদের নেশায় মানুষ এমন অনেক কিছুই করে ফেলে, যা সুস্থ অবস্থায় সে হয়ত করার কথা ভাবতই না। মুম্বইয়ের বোরিভালি এলাকার ৩২ বছর বয়সী সুরজ ধর্ম যাদবের যেমন পেটে একটু দেশি মদ পড়লেই উড়ান লাগায় তাঁর কল্পনা শক্তি।

Mumbai: পেটে দেশি মদ পড়লেই পুলিশকে বোমা হুমকি, তিন-তিনবার গ্রেফতারির পরও অদম্য এই ব্যক্তি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 8:27 PM

মুম্বই: মদের নেশায় মানুষ এমন অনেক কিছুই করে ফেলে, যা সুস্থ অবস্থায় সে হয়ত করার কথা ভাবতই না। মুম্বইয়ের বোরিভালি এলাকার ৩২ বছর বয়সী সুরজ ধর্ম যাদবের যেমন পেটে একটু দেশি মদ পড়লেই উড়ান লাগায় তাঁর কল্পনা শক্তি। আর তারপরই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বোমা রাখা আছে বলে, সতর্ক করেন তিনি। বলাই বাহুল্য সেই সব সতর্কতার কোনও ভিত্তি নেই। বারবার নাকাল হতে হয় পুলিশকে। এই কারণে তিন-তিনবার গ্রেফতার হতে হয়েছে তাঁকে। তবে তারপরও, সুরজের শিক্ষা হয়নি বলেই মত পুলিশের। ফের পেটে দিশি মদ পড়লেই তিনি একই ধরনের ফোন করবেন।

বোরিভালির সিনিয়র ইন্সপেক্টর নিনাদ সাওয়ান্ত জানিয়েছেন, গত সোমবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল। ফোনে এক ব্যক্তি দাবি করেছিলেন, তিনি বোরিভালি (পশ্চিম)-এর একসার ডংরি এলাকায় এক অটোতে দুই ব্যক্তি আরডিএক্স নিয়ে যাচ্ছে। তারা মুম্বই শহরে বড় মাপের সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেন ওই ব্যক্তি। তিনি আরও জানান, ওই দুই ব্যক্তি ডংরিতেই থাকে। এই ফোনকলের উপর ভিত্তি করে, পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পেরেছিল যে ফোনে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এর পরে, পুলিশ ওই ফোন নম্বর ধরে অনুসন্ধান করে একসার এলাকায় সুরজ ধর্ম যাদবের সন্ধান পায়। মঙ্গলবার মুম্বই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

তবে, এই অপরাধে এর আগেও দুইবার গ্রেফতার হয়েছিলেন সুরজ ধর্ম যাদব। কখনও থানায়, কখনও বা শহরের হোটেলে এবং শপিং মলে বোমা রাখা হয়েছে বলে মদ্যপ অবস্থায় পুলিশকে ফোন করেছিলেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে চুরি, শ্লীলতাহানি ও খুনের চেষ্টার মামলাও রয়েছে। ২০২১ সালে প্রথম বোরিভালি পুলিশ তাঁকে এক শ্লীলতাহানির মামলায় গ্রেফতার করেছিল। তবে, বোমা হুমকির ফোন করা তিনি শুরু করেন গত বছরের মার্চে। সেই সময় তিনি মদ্যপ অবস্থায় ভাকোলা পুলিশকে ফোন করে বলেছিলেন পুলিশ কন্ট্রোল রুমে বোমা রাখা আছে। ওই ঘটনায় গ্রেফতারির পর তিনি পুলিশকে জানান, এক বিশ্ববিদ্যালয়ের প্রহরী তাঁকে তাড়িয়ে দিয়েছিল বলে, তাকে এই ঘটনায় ফাঁসিয়ে প্রতিশোধ নিতে চেয়েছিলেন তিনি।

সেই ঘটনায় ২০২২-এর অক্টোবরে তিনি জামিন পান। তবে দুই সপ্তাহের মধ্যে তিনি ফের দেশি মদ পান করেন এবং আবারও পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। এবার তিনি দাবি করেছিলেন, পশ্চিম শহরতলির বিভিন্ন পাঁচতারা হোটেল, শপিং মল ও সিনেমা হলে বোমা রাখা আছে। এই ক্ষেত্রেও তদন্ত একটু এগোতেই পুলিশ বুঝতে পারে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। ফোন নম্বরের সূত্র ধরে ভাকোলা পুলিশ তাঁকে ফের গ্রেফতার করে। অতি সম্প্রতি সেই মামলায় তিনি জামিনে মুক্ত হয়েছিলেন। কিন্তু, গ্রেফতারিতে যে কাজ হয়নি, তা গত সোমবারে ঘটনাতেই প্রমাণিত।

বোরিভালি পুলিশের এক কর্তা বলেছেন, “সূরজ দেশি মদের নেশায় আসক্ত। মাঝে মাঝে তিনি বিয়েতে কেটারিং-এর কাজ করেন। কিন্তু আদতে বেকার। কেটারিং করে যা কিছু অর্থ উপার্জন হয়, সেই টাকা তিনি মদের পিছনে খরচ করে ফেলেন। আর পেটে দেশি মদ পড়লেই তিনি এই ধরনের বোমা হুমকির ফোনকল করে বসেন। তাঁর স্ত্রী-সন্তানরাও সূরজের এই প্রবণতায় বিরক্ত। তাঁর বিরুদ্ধে সব মিলিয়ে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিই এই হুমকি ফোনকল সংক্রান্ত।”