ঠাণে: দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিল কিশোরী। কিছু দিনের জন্য ছুটি কাটাতে গিয়েছিল ১৭ বছরের ওই কিশোরী। কিন্তু সেখানে গিয়ে তাঁকে জামাইবাবুর লালসার শিকার হতে তা স্বপ্নেও ভাবেনি ওই নাবালিকা। দিদি যখন কাজে বাইরে গিয়েছিল তখন জামাইবাবু ঝাপিয়ে পড়ে ওই নাবালিকার উপর। হাত-পা বেঁধে ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল ৩৫ বছরের ওই ব্যক্তি। ২০১৮ সালে এপ্রিল মাসে মহারাষ্ট্রের ঠাণেতে ঘটেছিল এই ঘটনা। সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে পকসো আদালত। নাবালিকাকে ধর্ষণের অপরাধে ওই ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা কিশোরী নিজের মায়ের কাছে থাকত। কয়েক বছর আগে ঠাণের এক ব্যক্তির সঙ্গে বিয়েহয় নাবালিকার দিদির। স্কুলের ছুটি থাকায় দিদির বাড়িতে ঘুরতে গিয়েছিল ওই নাবালিকা। কিন্তু দিদি কাজে বাইরে গেলে ৩৫ বছরের ওই ব্যক্তি নিজের শ্যালিকাকে ধর্ষণ করেছিল। অত্যাচারের শিকার হওয়ার পর দিদির বাড়ি থেকে পালিয়ে এসে এক মন্দিরে চলে গিয়েছিল ওই নাবালিকা। সেখানে এক সহৃদয় ব্যক্তির সহায়তার পুলিশে অভিযোগ দায়ের করে ১৭ বছরের নাবালিকা। তার অভিযোগের ভিত্তিতেই পকসো আইনে মামলা দায়ের করে পুলিশ। নাবালিকার শারীরিক পরীক্ষাও করা হয়েছিল।
সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে ওই ব্যক্তি। বিশেষ পকসো আদালতের বিচারক ভিভি ভিকার অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করেছেন।