Flat Rent: দ্বাদশ শ্রেণির নম্বর দেখে আশাহত বাড়িওয়ালা, ঘর খুঁজতে গিয়ে ‘নাজেহাল’ যুবক
Bengaluru News: কেউ কেউ বলেন, বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া পাওয়ার থেকে আইআইটিতে সুযোগ পাওয়া অনেক সহজ। বেঙ্গালুরুতে ফ্ল্যাট ভাড়া পেতে প্রবেশিকা পরীক্ষাও দিতে হয়? এমনই নজির দেখা গেল আইটি হাবে। দ্বাদশ শ্রেণিতে কম নম্বর পাওয়ার জন্য ভাড়া পেলেন না যুবক।
বেঙ্গালুরু: দেশের আইটি হাব নামেই পরিচিত বেঙ্গালুরু। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়াররা চাকরি নিয়ে এই রাজ্যে গিয়ে থাকেন। স্বাভাবিকভাবেই নতুন শহরে মাথা গোঁজার ঠিকানারও দরকার পড়ে। আর সেই বাড়ি ভাড়া নেওয়ার আগে যা মাথায় আসে তা হল উচ্চ ভাড়া ও বাড়িওয়ালাদের অযৌক্তিক দাবি। কেউ কেউ বলেন, বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া পাওয়ার থেকে আইআইটিতে সুযোগ পাওয়া অনেক সহজ। বেঙ্গালুরুতে ফ্ল্যাট ভাড়া পেতে প্রবেশিকা পরীক্ষাও দিতে হয়? এবার বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া পাওয়া নিয়েই অভিজ্ঞতা শেয়ার করলেন এক ব্যক্তি। দ্বাদশ শ্রেণিতে কম নম্বর পাওয়ার জন্য নাকি বাড়ি ভাড়া পাননি ওই ব্যক্তির ভাই। সেই অভিজ্ঞতাই নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করলেন তিনি।
এদিকে তাঁকে অবিশ্বাস করার কোনও সুযোগও ছাড়েননি ওই ব্যক্তি। তাঁর অভিযোগের স্বপক্ষে এক দালালের ও নিজের ভাইয়ের একটি হোয়াটসঅ্যাপ চ্য়াটের স্ক্রিনশটও দিয়েছেন টুইটে। টুইটার ব্যবহারকারী শুভ (@kadaipaneeeer) জানিয়েছেন, এক দালাল বাড়ি ভাড়া দেখানোর জন্য তাঁর ভাই যোগেশকে তাঁর লিঙ্কডইন, টুইটার প্রোফাইল, যে কোম্পানির সঙ্গে কাজ করতেন তার নিয়োগপত্র এবং আধার ও প্যান কার্ড ছাড়াও দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট শেয়ার করতে বলেন। তিনি তাঁকে নিজের সম্বন্ধে ২০০ শব্দের একটি প্রবন্ধও লিখতে বলেছিলেন। এই সবকিছু তথ্য নেওয়ার পর দালাল তাঁকে জানান, বাড়িওয়ালা তাঁর দ্বাদশ শ্রেণির নম্বরের অদ্ভুত কারণে তাঁকে আর বাড়ি ভাড়া দিতে রাজি নন। তিনি বলেন, বাড়িওয়ালা দ্বাদশ শ্রেণিতে ৯০ শতাংশ আশা করেছিলেন এবং তিনি ৭৫ শতাংশ পেয়েছিলেন। তাই এই বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেন তিনি। ক্যাপশনে শুভ লিখেছেন, “নম্বর আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, তবে আপনি বেঙ্গালুরুতে ফ্ল্যাট পাবেন কি না তা অবশ্যই নির্ধারণ করে এই নম্বর।’
এদিকে শুভ কমেন্টে উল্লেখ করেছেন, বাড়িওয়ালা আইআইএম-র একজন প্রাক্তন প্রফেসর। শুভ নামের ওই ব্যক্তির এই টুইট রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার। আগে ভাল প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়ার বিষয়ে অনেকেই দ্বাদশ শ্রেণির নম্বর নিয়ে চিন্তিত থাকতেন। কিন্তু এই ঘটনা ভাবতে বাধ্য করছে, তাহলে অন্য শহরে বাড়ি ভাড়া পেতেও মেধার প্রমাণ দিতে হবে? এক ব্যবহারকারী ওই টুইটে লিখেছেন, “হাহা, এটি একটি দুঃখজনক বাস্তবতা এবং যখন আমার মালিক আমার কাজ সম্পর্কে জানতে পেরেছিলেন, তিনি আমাকে কফির জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন” আরেক ব্যবহারকারী লিখেছেন, “ভাই, এটা সত্যি। এছাড়াও আপনি যদি আপনার বাড়ির কাজের লোককে বলেন যে আপনি কোনও আইটি সংস্থায় কাজ করেন, তবে তিনি মাসিক ৩০ হাজার টাকা চাইবেন। আপনি যদি তাকে বোঝাতে সক্ষম হন যে আপনি আইটিতে কাজ করেন না, তবে মাসিক খরচ ৯ হাজারে নেমে আসবে।” আবার আরেকজন ব্যাঙ্গ করে লিখেছেন, “শীঘ্রই আমরা বেঙ্গালুরুতে ফ্ল্যাটগুলির জন্য প্রবেশিকা পরীক্ষা করব!!!”