Ramayana Inspired: নিজের পায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতো বানালেন ছেলে

Mar 23, 2024 | 2:41 PM

Ramayana Inspired: প্রতিদিন নিয়ম করে রামায়ণ পাঠ করেন রউনক। রামের কাহিনি তাঁকে অনুপ্রাণিত করে প্রতিনিয়ত। সেই কারণেই তিনি এই কাজ করেছেন বলে জানা গিয়েছে। সেখান থেকে মাতৃভক্তির নজির তৈরি করার কথা মাথায় আসে তাঁর।

Ramayana Inspired: নিজের পায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতো বানালেন ছেলে
মায়ের জন্য জুতো বানালেন ছেলে

Follow Us

মধ্য প্রদেশ: একটি ভগবৎ কথার অনুষ্ঠান চলাকালীন নিজের মা-কে একটি জুতো উপহার দেন যুবক। সেই দৃশ্য দেখে প্রথমটায় অবাক হয়ে যান অনেকেই। পরে জানা যায়, ওই জুতো কোনও সাধারণ জুতো নয়। নিজের পায়ের চামড়া কেটে, তা দিয়ে মায়ের জন্য জুতো তৈরি করেছেন ওই যুবক। মধ্যপ্রদেশের উজ্জ্বয়ীনের ঘটনা। রউনক গুর্জর নামে এক যুবক এই কাজ করেছেন তাঁর মায়ের জন্য। এই ঘটনার কথা জেনে শুধু তাঁর মায়ের নয়, উপস্থিত সবার চোখেই জল এসে যায় সে দিন।

ওই যুবক এই কাজ করেছেন রামায়ণ পাঠ করে। প্রতিদিন নিয়ম করে রামায়ণ পাঠ করেন রউনক। রামের কাহিনি তাঁকে অনুপ্রাণিত করে প্রতিনিয়ত। সেই কারণেই তিনি এই কাজ করেছেন বলে জানা গিয়েছে। সেখান থেকে মাতৃভক্তির নজির তৈরি করার কথা মাথায় আসে তাঁর। তিনি জানিয়েছেন, রামায়ণে এক জায়গায় রাম বলেছেন যে নিজের চামড়া কেটে জুতো বানিয়ে দিলেও সেটা মায়ের জন্য যথেষ্ট নয়। এরপরই নিজের পায়ের চামড়া কেটে জুতো বানাতে দেন তিনি।

ওই যুবক জানিয়েছেন, হাসপাতালে অস্ত্রোপচার করে বের করা হয় তাঁর শরীর থেকে চামড়া। সেই চামড়া দেন এক মুচিকে। তিনি যত্ন করে বানিয়ে দেন জুতো। সম্প্রতি ভগবত কথা অনুষ্ঠানের সময় তিনি তাঁর মাকে ওই জুতো উপহার দেন। নিজের বাড়িতেই ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন তাঁর গুরু জিতেন্দ্র মহারাজ। তিনিও এই দৃশ্যে স্তম্ভিত হয়ে যান। আর ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন তাঁর মা।

Next Article