হাতিয়ার অত্যাধুনিক প্রযুক্তি, পুলিশের নিয়োগ পরীক্ষা জালিয়াতি করতে গিয়ে ধৃত যুবক

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 11, 2021 | 3:42 PM

Arrested, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতার (Indian Penal Code) ৪২০ ধারায় প্রতারণার মামলা রুজু করা হয়েছে। রবিবার, তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন

হাতিয়ার অত্যাধুনিক প্রযুক্তি, পুলিশের নিয়োগ পরীক্ষা জালিয়াতি করতে গিয়ে ধৃত যুবক
ডানকুনি থেকে গ্রেফতার প্রাক্তন গাড়ি চালক (প্রতীকী ছবি)

Follow Us

মুম্বাই: দেশে চাকরি ও কর্মসংস্থানের (employment) অভাবের মধ্যে, অনেকেই একটি সরকারি চাররি পাওয়ার জন্য নানা রকমভাবে চেষ্টা করছেন। সরকারি চাকরিতে (Government jobs) পাওয়া নিরাপত্তাই এর অন্যতম প্রধান কারণ বলে মনে করা হয়। বেশিরভাগই কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়কে প্রধান হাতিয়ার করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন কেউ আবার ছল বল কৌশলে আশ্রয় নিতে পিছপা হচ্ছেন না। কিন্তু কথা আছে, সত্য বেশি দিন চাপা থাকেনা। কিন্তু মহারাষ্ট্রের (Maharastra) যুবক বুঝতে পারেননি তার সঙ্গে জড়িয়ে থাকা সত্য এত দ্রুত উন্মোচিত হবে।

শনিবার, ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, জালগাঁওয়ে (Jalgaon) পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় (Police Constable recruitment examination) মাইক্রো চিপ (Micro Chip) এবং ব্লুটুথ ডিভাইস (Bluetooth device) ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেছেন ওই যুবক। মহারাষ্ট্র পুলিশের ডিজি (DGP, maharastra police) ওই যুবকের কান থেকে মাইক্রো চিপ বের করার ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন।

প্রতাপ সিং বালোধ (Pratap Singh Balodh) নামের ধৃত যুবক বিবেকানন্দ প্রতিষ্ঠান হাই স্কুলে পুলিশের নিয়োগের পরীক্ষা দিতে গিয়েছিলেন। জালগাঁও গ্রামীণ থানার (Jalgaon rural police station ) সিনিয়র ইন্সপেক্টর রামকৃষ্ণ কুমভার (Ramkrishna Kumbhar) জানিয়েছেন “পরীক্ষা শুরুর আগে উপস্থিত আধিকারিকরা সন্দেহজনকভাবে ধৃতকে শ্রেণি কক্ষে নড়া চড়া করতে দেখেন। তিনি দুবার বাথরুমেও গিয়েছিলেন। তখনই তারা সন্দেহভাজনের তল্লাশি নেওয়ার সিদ্ধান্ত নেন। তল্লাশি চালাবার ধৃতের কান থেকে একটি মাইক্রো চিপ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে তাঁর পায়ে একটি ব্লুটুথ ডিভাইস বাঁধা ছিল। ফোন কল উত্তর দেওয়ার জন্যই ওই আয়োজন করেছিলেন অভিযুক্ত প্রতাপ।”

এই ঘটনায় ধৃত প্রতাপ সিং বালোধ ঔরঙ্গাবাদের ভইজাপুরের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ড সংহিতার (Indian Penal Code) ৪২০ ধারায় প্রতারণার মামলা রুজু করা হয়েছে। রবিবার,  আদালতে তোলা হলে বিচারক তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত, তদন্তকারী আধিকারিকরা এখন সেটাই তদন্ত করে দেখছেন।

 

আরও পড়ুন Cleaning: আমাদের শরীরের এই অংশগুলো পরিষ্কার না রাখলে গুরুতর শারীরিক সমস্যা হতে পারে…

আরও পড়ুন Rock Garden: পাথরের সমাহার! এক নজরে দেখে দিন ভারতের রক গার্ডে‌ন কোনগুলি?

Next Article