Raping Mother: ছেলের হাতে ধর্ষিতা মা, অভিযুক্তকে আ-মৃত্যু কারাদণ্ড আদালতের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 18, 2023 | 10:37 PM

ছেলে হিসাবে যেখানে 'তাঁর (মা) ছাতা হয়ে সুরক্ষা' দেওয়া উচিত অভিযুক্তের, সেখানে 'পশুর মতো ঘৃণ্য আচরণ' করে তাঁকে চরম পদক্ষেপ করতে বাধ্য করেছে।

Raping Mother: ছেলের হাতে ধর্ষিতা মা, অভিযুক্তকে আ-মৃত্যু কারাদণ্ড আদালতের
প্রতীকী ছবি।

Follow Us

গুরুগ্রাম: পৈশাচিকতার হাত থেকে রেহাই নেই মায়েরও! দিনের পর দিন ছেলের যৌন নির্যাতনের শিকার হয়েছেন মা। অবশেষে ছেলের থেকে পাওয়া এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানায় (Haryana)। যদিও পৈশাচিক এই কাজের কড়া শাস্তি দিয়েছে আদালত। অভিযুক্ত ছেলেকে আ-মৃত্যু কারাদণ্ড দিয়েছে হরিয়ানা আদালত। তার সঙ্গে ২০ হাজার টাকা আর্থিক জরিমানাও ধার্য করেছেন বিচারক।

পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, হরিয়ানার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ওই মহিলার স্বামী ২০ বছর আগে মারা গিয়েছেন। তারপর তিনি তাঁর দেওরকে বিয়ে করেন। তাঁর বড় ছেলে বর্তমানে যুবক। দিনের পর দিন তার যৌন নির্যাতনের শিকার হতে হয় ওই মহিলাকে। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে বছর তিনে়ক আগে আত্মহত্যা করেন ওই মহিলা। তাঁর স্বামীর অভিযোগের ভিত্তিতেই মহিলার অভিযুক্ত ছেলেকে ২০২০ সালের ২১ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। তারপর আড়াই বছর ধরে মামলা চলার পর মঙ্গলবার অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হরিয়ানার জেলা আদালত।

অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রাহুল বিষ্ণোই তাঁর রায়ে জানিয়েছেন, ছেলে হিসাবে যেখানে ‘তাঁর (মা) ছাতা হয়ে সুরক্ষা’ দেওয়া উচিত অভিযুক্তের, সেখানে ‘পশুর মতো ঘৃণ্য আচরণ’ করে তাঁকে চরম পদক্ষেপ করতে বাধ্য করেছে। নিজের জীবন দেওয়া ছাড়া ওই মহিলার কাছে আর কোনও পথ ছিল না। অপরাধের তীব্রতা এবং অভিযুক্তের আর্থিক অবস্থা বিচার করেই অভিযুক্ত ছেলেকে আমৃত্যু কারাদণ্ড এবং নগদ ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে বলে বিচারক জানিয়েছেন।

আদালত সূত্রে খবর, মৃত মহিলার ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়া ১৮ জনের সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযুক্ত ছেলেকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত।

Next Article