শাহজাহানপুর: পোষ্য নিয়ে ঝামেলা দুই ব্যক্তির মধ্যে। এই বিবাদে প্রাণ গেল প্রায় ৩০ টি পায়রার। পায়রাদের বিষাক্ত খাবার দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। যার থেকেই ৩০ টি পায়রার মৃত্যু হয়েছে। কারণ ওই ব্যক্তি মনে করেছিলেন, তাঁর পোষ্য বিড়ালকে খুন করেছে সেই প্রতিবেশী। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সেই প্রতিবেশীর পায়রাদের বিষ মেশানো দানা খেতে দেন। যদিও পরেই নিজের বিড়াল কে খুঁজে পেয়েছিলেন সেই ব্যক্তি। উত্তর প্রদেশের (Uttar Pradesh) শাহজাহানপুরের ঘটনা।
শাহজাহানপুরের থানা সদর বাজারের মহল্লা আমানজ়াই এলাকার বাসিন্দা আবিদ আলি ও ওয়ারিস আলি। আবিদ আলির একটি বিড়াল রয়েছে। আর পাখি প্রেমী ওয়ারিস। বেশ কয়েক বছর ধরে পরম স্নেহে পায়রা রাখছেন ওয়ারিস। তাঁর মোট পায়রার সংখ্যা ছিল ৭৮। এর মধ্যে আবিদের বিড়ালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ভেবেছিলেন, তাঁর প্রতিবেশী ওয়ারিস বিড়ালটিকে মেরে ফেলেছে। তারপর প্রতিশোধ নিতে পায়রার খাবারের সঙ্গে বিষ মেশানোর অভিযোগ উঠেছে আবিদের বিরুদ্ধে। আর তা খেয়েই ৭৮ টির মধ্যে ৩০ টি পায়রার মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকটি পায়রা অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। তবে আবিদ পরে নিজের বিড়ালকে ফিরে পেয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। ভুল শুধরোনোর আর সুযোগ নেই। ওয়ারিস তাঁর পরম প্রিয় পোষ্যদের হারিয়েছেন।
তবে আবিদের বিড়াল এরকম আগেও অনেকবার চলে গিয়েছিল। পরে নিজের থেকেই ফিরে এসেছিল। এটা নতুন নয়। তারপরেও আবিদ ওয়ারিসকে সন্দেহের বশে ৩০ টি পায়রার প্রাণ নিয়ে নিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৪২৮ ধারায় তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মৃত পায়রাদের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ (সিটি) সঞ্জয় কুমার।