লখনউ: লালসার চোখ পড়েছিল ছয় বছরের শিশুকন্যার উপরে। একা পেয়ে চকোলেটের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল ভাঙাচোরা এক ফাঁকা বাড়িতে। সেখানেই শিশুকন্যাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এক ব্যক্তি। সঠিক মুহূর্তে এসে শিশুর সম্মান বাঁচাল ওরা। না মানুষ নয় ওরা, তবে প্রমাণ দিল যে মানুষের থেকেও উন্নত ওরা। ছয় বছরের শিশুর সম্মান বাঁচাল বাঁদরের দল।
উত্তর প্রদেশের বাগপতে ঘটনাটি ঘটেছে। আপার কেজির পড়ুয়া বাড়ির সামনেই খেলছিল। এমন সময়ে এক ব্যক্তি হাজির হয়। বালিকাকে একা দেখে ওই ব্যক্তি চকোলেটের লোভ দেখিয়ে প্রথমে একটি মন্দিরের কাছে নিয়ে যায়। সেখান থেকে আবার নিয়ে যায় পরিত্য়ক্ত একটি ভাঙাচোরা বাড়িতে। সেখানেই বালিকাকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত।
তবে কথায় আছে, রাখে হরি মারে কে! বালিকার শরীর থেকে পোশাকও খুলে নিয়েছিল অভিযুক্ত, সেই সময়ই একদল বাঁদর হাজির হয়। অভিযুক্তের দিকে রীতিমতো দাঁত খিঁচিয়ে তেড়ে যায় বাঁদরের দল। ভয় পেয়ে অভিযুক্ত বালিকাকে ফেলে রেখে পালিয়ে যায়। এরপরই কাঁদতে কাঁদতে বাড়ি যায় বালিকা। সেখানে গিয়ে মা-বাবাকে সব কিছু খুলে বলে। জানায়, কীভাবে বাঁদরের দল তাঁকে দুষ্টু লোকের হাত থেকে বাঁচিয়েছে।
সঙ্গে সঙ্গে সন্তানকে থানায় যান অভিভাবক। বালিকার বয়ানের ভিত্তিতে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় বসানো সিসিটিভিতে দেখা গিয়েছে যে অভিযুক্ত ওই বালিকাকে তুলে নিয়ে গিয়েছিল। ওই ফুটেজ দেখেই অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।