Karwa Chauth: চাঁদ বেরিয়েছে, বৌ না খেয়ে রয়েছে, পুলিশের কাছে সিগন্যাল খোলার কাতর আর্জি স্বামীর

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 03, 2023 | 7:00 AM

Karwa Chauth: দিল্লি পুলিশ সূত্রে খবর, এক স্বামী বাড়ি ফিরতে পারছিলেন না। দিল্লির ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলেন তিনি। কোনও ভাবেই গাড়ি এগোচ্ছিল না। এদিকে, চাঁদ ও বেরিয়ে গিয়েছে। স্ত্রীও বাড়িতে না খেয়ে অপেক্ষা করছেন।

Karwa Chauth: চাঁদ বেরিয়েছে, বৌ না খেয়ে রয়েছে, পুলিশের কাছে সিগন্যাল খোলার কাতর আর্জি স্বামীর
প্রতীকী ছবি
Image Credit source: প্রতীকী ছবি

Follow Us

দিল্লি: বুধবার ছিল করওয়া চৌথ। হিন্দু শাস্ত্র মতে এই দিন স্বামীর দীর্ঘায়ু কামনায় হিন্দু স্ত্রীরা উপাবাস করেন। তারপর চাঁদকে দেখার পর স্বামীর মুখ দেখে উপবাস ভাঙেন। বহু বছর ধরে এই রীতি মহা ধুমধামের সঙ্গে পালিত হয়ে আসছে। তবে গতকাল এই করওয়া চৌথ নিয়েই পুলিশের কাছে এল অদ্ভুত দাবি।

দিল্লি পুলিশ সূত্রে খবর, এক স্বামী বাড়ি ফিরতে পারছিলেন না। দিল্লির ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলেন তিনি। কোনও ভাবেই গাড়ি এগোচ্ছিল না। এদিকে, চাঁদ ও বেরিয়ে গিয়েছে। স্ত্রীও বাড়িতে না খেয়ে অপেক্ষা করছেন। শেষে উপায় না দেখে ট্রাফিক পুলিশকেই ফোন করলেন ব্যক্তি। বললেন, “চাঁদ উঠে গিয়েছে। স্ত্রীর ব্রত ভাঙতে হবে। কিন্তু আমি ট্রাফিক জ্যামে আটকে রয়েছি। কিছু করুন।”

প্রসঙ্গত, গতকাল আবার তিহাড় জেলের ১৯৫ জন মহিলা বন্দি করওয়া চৌথ পালন করেছেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সুপারের উপস্থিতিতে ৬ নম্বর কারাগারের ১৪০ জন বন্দি এবং ১৬ নম্বর কারাগারের ৫৫ বন্দি এই উৎসবটি সেলিব্রেট করেছেন।

Next Article