Fraud Case: আমোদ করে ২৩ লক্ষ বিল! হঠাৎ ‘হাওয়া’ শরিফ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 22, 2023 | 1:23 PM

Delhi: পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১ অগস্ট দিল্লির ওই পাঁচ তারা হোটেলে এসেছিলেন ওই ব্যক্তি। নিজেকে আরব আমিরশাহীর লোক বলে পরিচয় দিয়েছিলেন।

Fraud Case: আমোদ করে ২৩ লক্ষ বিল! হঠাৎ ‘হাওয়া’ শরিফ

Follow Us

নয়াদিল্লি: বিদেশ থেকে ভারতে এসেছিলেন। উঠেছিলেন দিল্লির এক পাঁচ তারা হোটেলে। সেখানে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন সরকারের উচ্চপদস্থ আধিকারিক হিসাবে। পাঁচ তারা হোটেলে বেশ কয়েক দিন আমেজ করেছিলেন। কিন্তু হোটেলের বিল না মিটিয়েই পালিয়েছিলেন। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় ২৩ লক্ষ টাকা বিল বাকি ছিল ওই ব্যক্তির। ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করে হোটেল কর্তৃপক্ষ। এর পর অভিযুক্ত ব্যক্তির খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ শরিফ। ৪১ বছরের ওই ব্যক্তি দক্ষিণ কর্নাটকের বাসিন্দা। দিল্লির ওই অভিজাত হোটেলে ঘর নেওয়ার জন্য ফেক বিসনেজ কার্ড ব্যবহার করেছিলেন তিনি। গত বছর প্রায় তিন মাস ওই হোটেলে ছিলেন তিনি। হোটেল ছেড়ে যাওয়ার সময় বিল তো তিনি মেটাননি উল্টে হোটেলের দামি জিনিস চুরি করে পালিয়েছিলেন বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, দিল্লির ওই হোটেলের ম্যানেজার ১৪ জানুয়ারি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত নিজেকে আরব আমিরশাহী সরকারের অফিসার বলে পরিচয় দিয়েছিলেন। সেই পরিচয় ভাঙিয়ে বিলাসবহুল ভাবে থেকেছিলেন ওই হোটেলে। যার জেরে ওই হোটেলে তাঁর বিল দাঁড়ায় ২৩ লক্ষ ৪৬ হাজার ৪১৩ টাকা।

পুলিশ জানিয়েছে, ২০২২ সালের ১ অগস্ট দিল্লির ওই পাঁচ তারা হোটেলে এসেছিলেন ওই ব্যক্তি। নিজেকে আরব আমিরশাহীর লোক বলে পরিচয় দিয়েছিলেন। পরিচয়পত্রে তাঁর নাম ছিল শেখ ফালা বিন জায়েদ নাহয়ান। এই নামে প্রায় সাড়ে তিন মাস হোটেলে ছিলেন তিনি। এমনকি ২০ লক্ষ টাকা একটি পোস্ট ডেটেড চেকও জমা রেখেছিলেন তিনি। কিন্তু অভিযোগ সেই চেক থেকে টাকা তুলতে পারেননি হোটেল কর্তৃপক্ষ।

ঘটনা নিয়ে দিল্লি পুলিশের এক অফিসার বলেছেন, “সরোজিনী নগর থানায় প্রতারণার বিষয়টি নিয়ে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০ এবং ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। আমরা সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তির গতিবিধি ট্র্যাক করি। ওই ব্যক্তি হোটেলের বিল না দেওয়ার পাশাপাশি দামি জিনিসও চুরি করেছিলেন। দক্ষিণ কর্নাটক থেকে আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি।”

Next Article