উত্তর প্রদেশ : অপরাধ প্রমাণ হওয়ার আগেই মারধর করার ঘটনা নতুন নয়। চুরি বা পকেটমারির ক্ষেত্রে এমন ঘটনা প্রায়শই ঘটে। উত্তেজিত জনতার রোষের মুখে এমন করে প্রাণ যায় অনেকেরই। আবারও সেরকমই একটি ঘটনা ঘটল। সন্তানকে অপহরণ করে নিয়ে যাচ্ছে কেউ। এমনটা বুঝতে পেরেই ছুটে যান পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। উত্তর প্রদেশের কানারসি গ্রামের ঘটনা। গত বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ওই ঘটনা ঘটে। খুনের অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায়। এখনও পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
কানরসী গ্রামের নরেশ নামে এক ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটে। গত বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ আচমকা ঘুম ভেঙে যায় ওই পরিবারের সদস্যদের। হঠাৎ তাঁরা শুনতে পান তাঁদের ৫ মাসের মেয়ে ডুকরে কেঁদে উঠেছে। শিশুর গলার আওয়াজ পেয়েই ছুটে যান পরিবারের সদস্যরা। তাঁরা দেখেন ওই ৫ মাসের শিশুকে তুলে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। অন্ধকারে ওই ব্যক্তির মুখটা ঠিক মতো বুঝতে পারেন না তাঁরা। শিশুকে অপহরণ করা হচ্ছে বলে লাঠি হাতে ছুটে যান তাঁরা।
শুধু ওই পরিবারের লোকজনই নয়, গোটা এলাকার বাসিন্দারাই ছুটে যান ঘটনাস্থলে। ওই ব্যক্তির হাত থেকে শিশুকে সরিয়ে নিয়েই লাঠি হাতে মারমুখী হয়ে ওঠেন গ্রামবাসীরা। সেখানেই শেষ নয়, ওই ব্যক্তিকে বেঁধে ফেলেন গাছের সঙ্গে। তারপর মারের প্রাবল্য বাড়ে আরও। তারপর ডাকা হয় পুলিশ, পুলিশ কোনও ক্রমে উদ্ধার করেন ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম নানকু। পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাঁকে আর বাঁচানো যায়নি।
অ্যাডিশনাল ডিসিপি বিশাল পান্ডে জানিয়েছেন, নানকু নামে ওই ব্যক্তি নেপালের ডোন্ডরা গ্রামের বাসিন্দা। তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। মৃতের ভাই থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন : Suvendu Adhikari Security: বারবার বাধা-বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা