Registration Of Live-In: বিয়ের মতো লিভ-ইনেও লাগবে রেজিস্ট্রেশন? সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Feb 28, 2023 | 7:07 PM

Registration Of Live-In Relationships: বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করা বাধ্যতামূলক। লিভ ইন সম্পর্কের ক্ষেত্রেও কি এই আইনি বাধ্যবাধকতা তৈরি হবে?

Registration Of Live-In: বিয়ের মতো লিভ-ইনেও লাগবে রেজিস্ট্রেশন? সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা
বিয়ের মতোই লিভ ইন সম্পর্কের সরকারি নিবন্ধন করাতে হতে পারে

Follow Us

নয়া দিল্লি: বিয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করা বাধ্যতামূলক। বিবাহের নিবন্ধন না হলে, সেই বিয়েকে আইনত বৈধ বলে ধরা হয় না। যারা বিয়ে না করে লিভ ইন সম্পর্কে থাকতে চান, এবার তাদেরও বিয়ের মতোই লিভ ইন সম্পর্কের সরকারি নিবন্ধন করাতে হতে পারে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি), ভারতে লিভ-ইন সম্পর্ক নিবন্ধনের জন্য নিয়ম এবং নির্দেশিকা তৈরি করার বিষয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করলেন মমতা রানি নামে এক আইনজীবী। চাঞ্চল্যকর শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড-সহ গত কয়েক মাসে লিভ-ইন সম্পর্ককে কেন্দ্র করে বেশ কয়েকটি অপরাধের ঘটনা সামনে এসেছে। এই প্রেক্ষিতেই এই মামলাটি দায়ের করা হয়েছে।

আবেদনকারী বলেছেন, লিভ-ইন পার্টনারদের বরাবর রক্ষা করেছে শীর্ষ আদালত। লিভ-ইন সম্পর্কে থাকা ব্যক্তিবর্গদের সুরক্ষা দিয়েছে। শুধু লিভ ইনে থাকা মহিলা বা পুরুষদেরই নয়, এই ধরনের সম্পর্ক থেকে জন্ম নেওয়া শিশুদেরও পক্ষ নিয়েছে আদালত। কিন্তু, লিভ-ইন সম্পর্কে থাকার বিষয়ে কোনও নিয়ম এবং নির্দেশিকা নেই। তাই লিভ-ইন সম্পর্কে থাকা মহিলা-পুরুষদের মধ্যে ধর্ষণ এবং হত্যার মতো বড় অপরাধের ব্যাপক বৃদ্ধি ঘটেছে। এই প্রেক্ষিতে পিটিশনে শ্রদ্ধা ওয়াকার মামলা-সহ সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এই ধরণের অবাঞ্ছিত অপরাধ প্রতিরোধে লিভ-ইন সম্পর্কের নিবন্ধন বড় ভূমিকা নিতে পারে বলে দাবি করেছেন আবেদনকারী।

তাঁর মতে, লিভ-ইন সম্পর্ক নিবন্ধনের ক্ষেত্রে, উভয় অংশীদারদের পারিবারিক ইতিহাস, তাদের বৈবাহিক অবস্থা, আর্থিক অবস্থা, তাদের কোনও অপরাধের ইতিহাস আছে কি না, এবং অন্যান্য প্রাসঙ্গিক বিবরণ সংগ্রহ করা উচিত। এই ভাবে দেশে ঠিক কতজন লিভ-ইন সম্পর্কে আছেন, সেই সংখ্যাটাও সঠিকভাবে জানা যেতে পরে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার যাতে একটি ডেটা বেস বা তথ্য ভান্ডার তৈরি করে, তার জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। লিভ-ইন সম্পর্কের নিবন্ধন বাধ্যতামূলক করলে, সহজেই এই তথ্য ভান্ডার তৈর করা যেতে পারে।

এদিন আদালতে আবেদনকারী জানান, লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে শুধুমাত্র মহিলারাই যে অপরাধের শিকার হচ্ছেন তা নয়। বরং, মহিলারা দ্বারা মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করেছেন, গত কয়চেক বছরে এমন ঘটনা বারংবার দেখা গিয়েছে। অভিযুক্তের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকার দাবি করেন এই মহিলারা। তারা সত্যিই কোনও সম্পর্কে ছিলেন কি না, সেই বিষয়ে প্রমাণ পেতে সমস্যায় পড়তে হয় আদালতকে। কিন্তু, লিভ-ইন সম্পর্ক নিবন্ধিত হলে, আদালত সহজেই এই তথ্য যাচাই করতে পারবে।

Next Article