Manipur CM: ‘রাজ্যে শান্তি ফেরানোই প্রধান কাজ’, বিরোধীদের ইস্তফার দাবি নিয়ে জবাব মণিপুরের মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 21, 2023 | 5:04 PM

Manipur Horror: মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, "আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি এবং ব্যক্তিগতভাবে তদন্তের উপর নজর রাখছি। মানবিকতার বিরুদ্ধে এটা একটা ঘৃণ্য অপরাধ এবং অপরাধীদের ধরতে রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নেবে।"

Manipur CM: রাজ্যে শান্তি ফেরানোই প্রধান কাজ, বিরোধীদের ইস্তফার দাবি নিয়ে জবাব মণিপুরের মুখ্যমন্ত্রীর
মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং।
Image Credit source: PTI

Follow Us

ইম্ফল: দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনায় মণিপুর সরকার (Manipur Government) রাজ্যজুড়ে নিন্দায় মুখর হয়েছে। শুক্রবার এক ভিডিয়ো-বার্তায় এমনই জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। তিনি বলেন, “উপত্যকা থেকে পাহাড়, রাজ্যজুড়ে আমরা নিন্দা করছি।” শুধু নিন্দায় মুখর হওয়া নয়, ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন পথেও নামেন মুখ্যমন্ত্রী (CM N. Biren Singh)। একইসঙ্গে এই ঘটনায় বিরোধীরা যে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন, তার জবাবে এদিন এন. বীরেন সিং বলেন, “রাজ্যে শান্তি ফেরানোই এখন আমার প্রধান কাজ। সব সমাজেই দুষ্কৃতীরা থাকে, কিন্তু আমরা তাদের ছাড়ব না।”

দুই মহিলার সঙ্গে যে ন্যক্করজনক ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে বৃহস্পতিবারই বার্তা দিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং। এদিন পুনরায় সেকথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি এবং ব্যক্তিগতভাবে তদন্তের উপর নজর রাখছি। মানবিকতার বিরুদ্ধে এটা একটা ঘৃণ্য অপরাধ এবং অপরাধীদের ধরতে রাজ্য সরকার সবরকম ব্যবস্থা নেবে।” তিনি আরও বলেন, “রাজ্যের মানুষ মহিলাদের মায়ের চোখে দেখে। কিছু দুষ্কৃতী আমাদের ভাবমূর্তি নষ্ট করতে একাজ করেছে।” জনগণ এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছে বলেও জানিয়েছেন এন.বীরেন সিং।

ন্যক্করজনক ওই ঘটনার প্রতিবাদে এদিন মণিপুরের জনগণ একটি জমায়েত করে। সেই জমায়েতের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিয়োতে মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংকেও দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত ৪ মে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বুধবার রাতে সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। এই ঘটনা ‘লজ্জার’ বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং মন্তব্য করেছেন। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে চরম শাস্তি দেওয়া হবে বলে জানান মণিপুরের মুখ্যমন্ত্রীও। তারপরই এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে মণিপুর পুলিশ।

Next Article