Manipur Violence: পড়ুয়া খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার ৪, অশান্তি রুখতে ফের ইন্টারনেট ব্যান মণিপুরে
Internet Ban: রবিবারই দুই পড়ুয়া খুনে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে সিবিআই। তাঁদের অসমের গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে। দুই নাবালককেও আটক করা হয়েছিল। তাদের কামরূপ মেট্রো জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে সিবিআই বিবৃতিতে। তবে এরপরও ইন্টারনেটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল না।
ইম্ফল: কিছুতেই স্বাভাবিক হচ্ছে না মণিপুরের পরিস্থিতি। গত মে মাসের শুরু থেকে উত্তপ্ত মণিপুর (Manipur Violence)। অক্টোবর মাসে এসেও নিভছে অশান্তির আঁচ। রবিবার মণিপুর সরকারের তরফে ফের ইন্টারনেটে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল। রবিবার, ১ অক্টোবরই ইন্টারনেট ব্যানের মেয়াদ শেষ হচ্ছিল মণিপুরে। কিন্তু প্রশাসনের তরফে আরও পাঁচদিন ইন্টারনেট ব্যানের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। আগামী ৬ অক্টোবর অবধি মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ (Internet Ban) থাকবে।
রবিবারই দুই পড়ুয়া খুনে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করে সিবিআই (CBI)। তাঁদের অসমের গুয়াহাটিতে নিয়ে আসা হয়েছে। দুই নাবালককেও আটক করা হয়েছিল। তাদের কামরূপ মেট্রো জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে সিবিআই বিবৃতিতে। তবে এরপরও ইন্টারনেটে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল না।
রবিবার মণিপুর সরকারের তরফে বিবৃতি পেশ করে বলা হয়, “কিছু সমাজ বিরোধী শক্তি সোশ্য়াল মিডিয়ায় বিকৃত ছবি, ঘৃণামূলক বক্তব্য বা ভিডিয়ো প্রকাশ করে সাধারণ জনগণের মধ্যে অশান্তির সৃষ্টি করতে পারে যা মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ও হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মের মাধ্যমে ভুয়ো খবর ছড়িয়ে পড়া রুখতে যথাযথ পদক্ষেপ করা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।”
আগামী ৬ অক্টোবর সন্ধে ৭টা ৪৫ মিনিট অবধি মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।