নয়া দিল্লি: মণিপুরে হিংসার মাঝেই উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ফের বাড়ল আফস্পার (AFSPA) মেয়াদ। মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নাগাল্যান্ড (Nagaland) ও অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিভিন্ন জায়গায় আফস্পার মেয়াদ আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হয়। অন্যদিকে, মণিপুর (Manipur) সরকারও বুধবার রাজ্যে আফস্পার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে। ১ অক্টোবর থেকে পরবর্তী ছয় মাস এই আইন জারি থাকবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে,আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার মণিপুর সরকারের তরফে জানানো হয়, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা-র মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গোটা মণিপুরকেই উপদ্রুত এলাকা ঘোষণা করে এন বীরেন সিংয়ের সরকার। ইম্ফল সহ ১৯টি থানা এলাকা বাদে বাকি রাজ্যে জারি করা হয়েছে এই নয়া নির্দেশিকা। ১ অক্টোবর থেকে এই আফস্পা কার্যকর হবে। আগামী ৬ মাস এই আইন কার্যকর থাকবে। রাজ্যে বিভিন্ন চরমপন্থী ও বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপ রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তবে তাৎপর্যপূর্ণভাবে আফস্পার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইম্ফলের মেতেই প্রভাবিত ১৯টি এলাকা। এদিকে তালিকায় রয়েছে কুকি অধ্যুষিত এলাকাগুলি। এরপরই বিরোধীরা অভিযোগ তোলে যে রাজনৈতিক স্বার্থে কুকি-মেতেইদের মধ্যে বিভাজন করা হচ্ছে। সেই অনুযায়ী মণিপুরের পাহাড়ি উপত্যকাগুলিতে আফস্পা বৃদ্ধি করা হয়েছে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে জঙ্গি উপস্থিতি ও কার্যকলাপ রুখতেই ১৯৫৮ সালে আফস্পা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের শুরু অবধি অসম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আফস্পা জারি ছিল। পরে ধাপে ধাপে অসমের একাধিক অঞ্চলে আফস্পা প্রত্যাহার করা হয়। কয়েক মাস আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক থাকলে ধাপে ধাপে রাজ্যগুলি থেকে আফস্পা প্রত্যাহার করা হবে। কিন্তু মণিপুরের অশান্তি সেই পরিকল্পনায় জল ঢেলেছে।