Manipur Violence: মণিপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত SDPO, অতিরিক্ত বাহিনীর উপরেও হামলা, আহত ৩

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 01, 2023 | 6:31 AM

Ambushed: মঙ্গলবার মণিপুরের মোরেহ জেলার এসডিপিও চিংথাম আনন্দকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরই মণিপুরে অতিরিক্ত  বাহিনী পাঠানো হয়। সেই বাহিনী মোরেহ শহরে পৌঁছতেই কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।    

Manipur Violence: মণিপুরে দুষ্কৃতীদের গুলিতে নিহত SDPO, অতিরিক্ত বাহিনীর উপরেও হামলা, আহত ৩
আহত পুলিশকর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।
Image Credit source: Twitter

Follow Us

ইম্ফল: মণিপুরে (Manipur) নিভেও যেন নিভছে না অশান্তির আঁচ। এবার পুলিশের উপরেই চলল হামলা। দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন পুলিশের সাব-ডিভিশনাল অফিসার। পরে মণিপুরের পুলিশ বাহিনীর কনভয়ের উপরেও হামলা চালায় কিছু সশস্ত্র দুষ্কৃতী। সংঘর্ষে তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন।

জানা গিয়েছে, মঙ্গলবার মণিপুরের মোরেহ জেলার এসডিপিও চিংথাম আনন্দকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। তেঙ্গনৌপাল জেলায় ওই এসডিপিও-র উপরে হামলা চলে। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এদিকে, এই ঘটনার পরই মণিপুরে অতিরিক্ত  বাহিনী পাঠানো হয়। সেই বাহিনী মোরেহ শহরে পৌঁছতেই কনভয়ে হামলা চালায় দুষ্কৃতীরা।

জানা গিয়েছে, মণিপুরের ইন্দো-মায়ানমার জাতীয় সড়কের উপরে দুই জায়গায় পুলিশের কনভয়ের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রথম হামলাটি চলে বংগ্যাং গ্রামে। সেখানে দুষ্কৃতীদের হামলার পাল্টা জবাব দেয়নি পুলিশ। দুষ্কৃতীরা পথ ছাড়তেই কনভয় মোরেহ-র উদ্দেশে রওনা দেয়। এরপর কে সিনাম গ্রামে ফের পুলিশের কনভয়ের উপরে হামলা হয়। প্রাণরক্ষা করতে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশও।

দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন হেড কন্সটেবল এস থুইখাভাং, কন্সটেবল এস শেখরজিৎ ও কন্সটেবল এল বঙ্কিম সিং। হেড কন্সটেবলের হাতে ও তলপেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। বাকি দুই পুলিশ অফিসারের পায়ে গুলি লেগেছে। তাঁদের চিকিৎসার জন্য এয়ারলিফ্ট করে আনা হয়েছে।

Next Article