Manipur violence: ‘প্রধানমন্ত্রীকে বলুন মণিপুর যেতে’, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিল ইন্ডিয়া জোট

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Aug 02, 2023 | 3:53 PM

Manipur violence: দাবি করা হয়েছে, অবিলম্বে প্রধানমন্ত্রীকে মনিপুরে যেতে হবে। শান্তি ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে এই বিষয়ে সংসদে অবিলম্বে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী জোট।

Manipur violence: প্রধানমন্ত্রীকে বলুন মণিপুর যেতে, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দিল ইন্ডিয়া জোট
বিরোধী দলের নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির পরিচয় করিয়ে দিচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: মণিপুরে শান্তি ফেরাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চাইল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার (২ অগস্ট), উত্তর পূর্বের রাজ্যটির হিংসা পরিস্থিতি বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করলেন ইন্ডিয়া জোটের ৩১ জন নেতা। বিরোধী দলগুলির যে ২১ জন নেতা এর আগে মণিপুর সফর করেছিলেন, তাঁদেরও বেশ কয়েকজন ছিলেন বিরোধীদের এই প্রতিনিধি দলে। রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন বিরোধী নেতারা। তাতে দাবি করা হয়েছে, অবিলম্বে প্রধানমন্ত্রীকে মনিপুরে যেতে হবে। শান্তি ফেরানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে এই বিষয়ে সংসদে অবিলম্বে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে বিরোধী জোট।

স্মারকলিপিতে ইন্ডিয়া জোট বলেছে, “আমরা আপনাকে, মণিপুরের পরিস্থিতির বিষয়ে সংসদে জরুরী ভিত্তিতে ভাষণ দেওয়ার জন্য, প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করতে অনুরোধ করছি। তারপরে এই বিষয়ে একটি বিশদ এবং ব্যাপক আলোচনা করা হবে।” এর পাশাপাশি, মণিপুরে কীভাবে এবং কোথা থেকে এত অস্ত্র আসছে, তারও তদন্ত চেয়েছে বিরোধীরা।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, তাঁদের যে নেতারা সম্প্রতি মণিপুর সফরে গিয়েছিলেন, তাঁরা তাঁদের অভিজ্ঞতা রাষ্ট্রপতির সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, “আমরা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পেশ করেছি। আমরা রাষ্ট্রপতিকে মণিপুরের হিংসা, বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে কীভাবে অত্যাচার চলছে, সেই সম্পর্কে জানিয়েছি। ত্রাণ ও পুনর্বাসন এবং অন্যান্য কাজকর্ম কীভাবে চলছে, তাও জানিয়েছি। আমাদের প্রধান দাবি হল, প্রধানমন্ত্রীর মণিপুর সফর করা উচিত এবং রাজ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে পদক্ষেপ করা উচিত।” তবে, তাঁরা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়েছেন কিনা, সেই প্রশ্নের জবাব দিতে চাননি খাড়্গে।

অন্যদিকে, তৃণমূলের তরফে সুস্মিতা দেব রাষ্ট্রপতির কাছএ প্রস্তাব রাখেন, মণিপুরের যুযুধান দুই সম্প্রদায় থেকেই একজন করে মহিলাকে রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসেবে রাজ্যসভায় আনা হোক। একই সঙ্গে, সংসদের অচলাবস্থা নিয়েও রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন বিরোধী নেতারা। ইন্ডিয়া জোটের দাবি, সংসদে সাংবিধানিক প্রক্রিয়া মানছে না সরকার। পাশাপাশি, হরিয়ানার নুহতে সাম্প্রতিক হিংসার প্রসঙ্গেও রাষ্ট্রপতিকে অবহিত করেন বিরোধী দলের নেতারা। বিষয়টি স্বামরলিপিতেও উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে ১০০ কিলোমিটারের মধ্যে কীভাবে এই হিংসা চলছে, সেই গুরুতর প্রশ্ন তোলেন ইন্ডিয়া জোটের নেতারা।

Next Article