Manipur Violence: চলছে গুলি, পুড়ছে বাড়িঘর, মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ সরকারের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 26, 2023 | 8:54 AM

Internet Ban: মণিপুরের পুলিশের ডিরেক্টর জেনারেলের চিঠির উল্লেখ করে সরকারের তরফে জানানো হয়েছে, এখনও রাজ্যে অশান্তি জারি রয়েছে। হিংসা, আগুন লাগিয়ে দেওয়া, এমনকী গুলি চলার মতো ঘটনাও ঘটছে।

Manipur Violence: চলছে গুলি, পুড়ছে বাড়িঘর, মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ সরকারের
মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী সরকার।
Image Credit source: PTI

Follow Us

ইম্ফল: বৈঠক থেকে কড়া পদক্ষেপ, যাবতীয় চেষ্টা করা হলেও, কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না মণিপুরের পরিস্থিতি। বিগত প্রায় দুই মাস ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে অশান্তির আগুন জ্বলছে। রবিবারই সেনা বাহিনীর কাছ থেকে ১২ জন বন্দি ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই জটিল পরিস্থিতিতে জারি রাখা হল ইন্টারনেটের উপরে ব্যান। মণিপুরে আরও পাঁচদিন বাড়ানো হল ইন্টারনেট ব্যান। আগামী ৩০ জুন অবধি রাজ্যের সমস্ত জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে সরকারের তরফে।

গত ৩ মে থেকে অশান্তি শুরু হওয়ার পর থেকেই মণিপুরে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। রবিবারই মণিপুর সরকারের তরফে জানানো হয়, রাজ্যে আরও পাঁচদিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। আগামী ৩০ জুন দুপুর ৩টে অবধি এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হিসাবে রাজ্যের তরফে জানানো হয়েছে, যাতে শান্তি বিঘ্নিত না হয় এবং আইন-শৃঙ্খলা বজায় থাকে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মণিপুরের পুলিশের ডিরেক্টর জেনারেলের চিঠির উল্লেখ করে সরকারের তরফে জানানো হয়েছে, এখনও রাজ্যে অশান্তি জারি রয়েছে। হিংসা, আগুন লাগিয়ে দেওয়া, এমনকী গুলি চলার মতো ঘটনাও ঘটছে। ইন্টারনেট পরিষেবা চালু হলে সমাজ-বিরোধীরা সোশ্যাল মিডিয়ার অপব্য়বহার করে হিংসার ছবি, বিদ্বেষমূলক মন্তব্য ও উসকানিমূলক ভিডিয়ো প্রচার করতে পারে, যা মণিপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপ করবে।

উল্লেখ্য, এই নিয়ে পরপর তিনবার ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। প্রথমে ৩ মে মণিপুরে ইন্টারনেট পরিষেবার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরে ১১ জুন রাজ্য সরকারের তরফে ফের ইন্টারনেট ব্যানের মেয়াদ বাড়ানো হয়। ১৫ জুন অবধি ইন্টারনেট ব্যান থাকার কথা ছিল। কিন্তু পরে ২৫ জুন অবধি সেই ইন্টারনেট ব্যানের মেয়াদ বাড়ানো হয়। এখন আবার ৩০ জুন অবধি ইন্টারনেট ব্যান জারি করা হল।

Next Article