ইম্ফল: মণিপুরে (Manipur) শান্তি ফেরাতে কড়া প্রশাসন। বিগত দুই মাস ধরে মণিপুরে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক করতে একাধিক জায়গা থেকে তুলে নেওয়া হয়েছে কার্ফু। এবার “নো ওয়ার্ক, নো পে”(No Work, No Pay)-র নিয়ম আনতে উদ্যোগী মণিপুর সরকার। রাজ্যেে অশান্তির অজুহাতে যে সমস্ত সরকারি কর্মীরা বিনা কারণে ছুটি নিচ্ছেন, তাদের বেতন কেটে নেওয়া হবে। কর্মীরা মাসে যে ক’দিন অফিসে আসবেন, সেই দিনগুলির বেতনই পাবেন কেবল, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মঙ্গলবারই মণিপুরের এক সরকারি আধিকারিক জানান, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট বা সাধারণ প্রশাসনিক বিভাগের তরফে বাকি সমস্ত প্রশাসনিক সচিবদের একটি নামের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে তাদের বিভাগের কোন কোন কর্মীরা অশান্তির কারণে কাজে যোগ দিতে পারছেন না, তার উল্লেখ থাকবে।
রাজ্যের তরফে জারি একটি সার্কুলারেও জানানো হয়েছে, গত ১২ জুন মুখ্য়মন্ত্রীর ডাকা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত সরকারি কর্মীরা, যারা অনুমতি ছাড়াই ছুটি নিচ্ছেন এবং অফিসে আসছেন না, তাদের উপরে ‘নো ওয়ার্ক, নো পে’-র নিয়ম জারি হবে। তারা যেইদিনগুলিতে অফিসে আসবেন, কেবল সেইদিনগুলিরই বেতন পাবেন।
প্রসঙ্গত, মণিপুরে প্রায় ১ লক্ষ সরকারি কর্মী রয়েছে। এরমধ্যে বহু সরকারি কর্মীই অফিস আসতে পারছেন না। ঘরছাড়াদের জন্য যে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে, সেখানেও বহু সরকারি কর্মী আশ্রয় নিয়েছেন।
এদিকে, সরকারের এই ঘোষণার পরই তীব্র সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই জানিয়েছেন তারা অশান্তির কারণে ইম্ফলে ফিরতে পারছেন না, কাজে যোগ দেবেন কীভাবে!