Manipur Violence: মণিপুরে সেনার কাছ থেকে অস্ত্র লুঠের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত ১ দুষ্কৃতী
Security Force: ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার থৌবাল জেলায় সকালে হঠাৎ আইআরবি পোস্ট ঘিরে ফেলে দুষ্কৃতীরা। প্রায় কয়েকশো দুষ্কৃতী চড়াও হয়। সেনার ট্রাকের যাতায়াত রুখতে রাস্তা আটকে দেয় দুষ্কৃতীরা।
ইম্ফল: মণিপুরে (Manipur) পরিস্থিতি স্বাভাবিক করতে মরিয়া রাজ্য় ও কেন্দ্র সরকার। কিন্তু অশান্তি যেন শেষই হতে চাইছে না। ফের একবার সেনা বাহিনীর উপরে হামলা চালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার মণিপুরের থৌবাল জেলায় আচমকাই ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের (Indian Reserve Battelian) উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের কাছ থেকে অস্ত্র-শস্ত্র লুঠ করার চেষ্টা করে। তবে নিরাপত্তা বাহিনী এসে বাধা দেয়। দুই পক্ষের মধ্য়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুষ্কৃতীদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, মঙ্গলবার থৌবাল জেলায় সকালে হঠাৎ আইআরবি পোস্ট ঘিরে ফেলে দুষ্কৃতীরা। প্রায় কয়েকশো দুষ্কৃতী চড়াও হয়। সেনার ট্রাকের যাতায়াত রুখতে রাস্তা আটকে দেয় দুষ্কৃতীরা। অশান্তির খবর পেতেই অসম রাইফেলস ও র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ আসে। তারা লুঠপাট আটকান এবং মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
??????? ?? ???? ???? ???? ??? ?? ?????????,??????? ????? An attempt to loot weapons from an India Reserve Battalion at Khangabok in Thoubal district of #Manipur was successfully thwarted by Security Forces today. One rioter was… pic.twitter.com/K6QxCVMMU5
— SpearCorps.IndianArmy (@Spearcorps) July 4, 2023
সেনার বিবৃতিতে বলা হয়েছে, “মণিপুরের থৌবাল জেলার খাঙ্গাবোক এলাকায় ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ানের কাছ থেকে অস্ত্র লুঠ করার চেষ্টা করা হয়েছিল, যা আটকাতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। দুষ্কৃতীরা সেনার গতিবিধি রুখতে পথ আটকেছিল। কিন্তু অসম রাইফেলস ও র্যাপিড অ্যাকশন ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
সোমবারই পুলিশের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। মোট ১১৮টি চেক পোস্ট তৈরি করা হয়েছে এবং ৩২৬ জনকে আটক করা হয়েছে অশান্তি সৃষ্টির জন্য।