১০ বছর ধরে এই ব্র্যান্ডের গাড়িতেই চড়তেন মনমোহন সিং, আপগ্রেডও করেননি কখনও

Manmohan Singh: বৃহস্পতিবার ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনৈতিক সংস্কারের জন্য চিস্মরণীয় হয়ে থাকবেন তিনি।

১০ বছর ধরে এই ব্র্যান্ডের গাড়িতেই চড়তেন মনমোহন সিং, আপগ্রেডও করেননি কখনও
Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Dec 27, 2024 | 9:54 AM

নয়া দিল্লি: দেশের প্রধানমন্ত্রী অর্থাৎ সর্বোচ্চ প্রশাসনিক পদ আর সেই পদে থেকেও দিনের পর দিন একই গাড়িতে চড়তেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওই গাড়ির সঙ্গে ছিল তাঁর আত্মিক যোগ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর, দেশের অর্থমন্ত্রীর মতো পদ সামলেছেন তিনি। ২০০৪ সালে ইউপিএ জোট ক্ষমতায় আসার পর কংগ্রেস তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়। এরপর একটানা ১০ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আর ওই সময়ে তাঁকে একটিমাত্র কালো গাড়িতেই চড়তে দেখা যেত।

প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিং যে গাড়িতে চড়তেন, সেটি একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি। বাসভবন থেকে সংসদ, ওই গাড়িতেই যাতায়াত করতেন তিনি। এটি ছিল BMW 7-সিরিজ গাড়ি। এই গাড়িটিই প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ব্যবহার করতেন। এই গাড়ির সঙ্গে মনমোহনের বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। তাই পুরো মেয়াদে কখনও ওই মডেল আপগ্রেড করেননি। তবে এসপিজি কনভয়ের গাড়িগুলো আপগ্রেড করা হয়েছিল।

বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন্ন গাড়ি যাতায়াত করতে দেখা যায়। BMW 7 সিরিজ ছাড়াও, প্রধানমন্ত্রী মোদী আর্মার্ড রেঞ্জ রোভার এবং আর্মার্ড টয়োটা ল্যান্ড ক্রুজারের মতো গাড়িতেও ভ্রমণ করেন তিনি।

প্রধানমন্ত্রী পদ ছেড়ে যাওয়ার পরও সক্রিয় রাজনীতিতে ছিলেন মনমোহন। জীবনের শেষ পর্যায় পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন। চলতি বছরেই সেই মেয়াদ শেষ হয়েছে।