Balurghat: বালুরঘাট থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশি গ্রেফতার

Balurghat: জানা গিয়েছে, বেশ অনেকদিন আগেই চোরাপথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছিলেন। বিভিন্ন এলাকায় কাটিয়ে আসার পর বিগত প্রায় এক সপ্তাহ ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া এলাকার এক বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি।

Balurghat: বালুরঘাট থেকে আত্মগোপন করে থাকা বাংলাদেশি গ্রেফতার
বাংলাদেশি গ্রেফতারImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 5:51 PM

বালুরঘাট: ফের অবৈধভাবে ভারতে এসে আত্মগোপন করে থাকা এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। কুমারগঞ্জ হিলির থানার পর এবার বালুরঘাটে ধরা পড়ল বাংলাদেশি নাগরিক। শুক্রবার বিকেলে বালুরঘাট থানার রাজুয়া এলাকা থেকে ওই বাংলাদেশি যুবককে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। ধৃত বাংলাদেশির নাম মহসিন মন্ডল। বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পলিপাড়া গ্রামে।

জানা গিয়েছে, বেশ অনেকদিন আগেই চোরাপথে সীমান্ত পেরিয়ে সে ভারতে প্রবেশ করেছিলেন। বিভিন্ন এলাকায় কাটিয়ে আসার পর বিগত প্রায় এক সপ্তাহ ধরে বালুরঘাট থানার অন্তর্গত রাজুয়া এলাকার এক বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি।

গোপন সূত্রে খবর পেয়ে, বালুরঘাট থানার পুলিশ শুক্রবার ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহসিনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক মোক্তার মন্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাংলাদেশি কী উদ্দেশ্যে ভারতে এসেছিলেন এবং কোথায় কোথায় তিনি কাটিয়েছেন, তা তদন্ত করে দেখছে পুলিশ। এনিয়ে এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ। সঙ্গে ছিলেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস।