Mann Ki Baat: ভোটারদের ধন্যবাদ, ‘মন কি বাতে’ মায়ের নামে গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 30, 2024 | 12:25 PM

PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদী বলেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক মায়ের সঙ্গে। আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সব থেকে বেশি। একজন মা প্রতিটি দুঃখ সহ্য করেও তার সন্তানকে লালন-পালন করেন।

Mann Ki Baat: ভোটারদের ধন্যবাদ, মন কি বাতে মায়ের নামে গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

ফের শুরু মন কি বাত অনুষ্ঠান। লোকসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান স্থগিত থাকলেও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজ প্রথমবারের মতো ‘মন কি বাত’ অনুষ্ঠান করছেন প্রধানমন্ত্রী মোদী। এটি মন কি বাত অনুষ্ঠানের ১১১তম পর্ব। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন-

  1. প্রধানমন্ত্রী মোদী বলেন, “ভারতের অনেক পণ্য রয়েছে যেগুলির সারা বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে এবং যখন আমরা দেখি যে ভারতের কোনও স্থানীয় পণ্য বিশ্বব্যাপী চলছে, তখন গর্বে বুক ভরে যাওয়া স্বাভাবিক। তেমনই একটি পণ্য হল আরাকু কফি। অন্ধ্র প্রদেশের আলুরি সীতা রামা রাজু জেলায় এই কফি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। প্রায় দেড় লক্ষ আদিবাসী পরিবার এর চাষের সঙ্গে জড়িত।”
  2. প্রধানমন্ত্রী মোদী বলেন যে এই মাসে সারা বিশ্ব দশম যোগ দিবস পূর্ণ উৎসাহের সঙ্গে উদযাপন করেছে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানেও অংশ নিয়েছিলাম। কাশ্মীরে যুবকদের সঙ্গে মা-বোনরাও যোগ দিবসে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিল। যোগ দিবস উদযাপন যতই এগিয়ে চলেছে, ততই নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
  3. প্রধানমন্ত্রী মোদী জানান যে কুয়েত সরকার জাতীয় রেডিয়োতে একটি বিশেষ অনুষ্ঠান শুরু করেছে এবং তাও হিন্দিতে। এটি কুয়েত রেডিয়োয় প্রতি রবিবার আধ ঘণ্টা প্রচারিত হয়। এতে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন রঙ রয়েছে। শিল্প জগতের সঙ্গে সম্পর্কিত আমাদের চলচ্চিত্র  সেখানকার ভারতীয় সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয়। এমনকী কুয়েতের স্থানীয় লোকজনও এতে ব্যাপক আগ্রহ নিচ্ছেন। চমৎকার উদ্যোগ নেওয়ার জন্য আমি কুয়েতের সরকার ও জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
  4. টোকিয়ো অলিম্পিক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “টোকিয়ো অলিম্পিকে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছিল। টোকিয়ো অলিম্পিকের পর থেকে আমাদের খেলোয়াড়রা প্যারিস অলিম্পিকের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। আমরা যদি সব খেলোয়াড়দের পরিসংখ্যান দেখি, তারা প্রায় ৯০০টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।”
  5. ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদী এক বিশেষ ধরনের ছাতার কথা বলেছিলেন। তিনি বলেন, এই ছাতাগুলো আমাদের কেরলে তৈরি হয়। তিনি বলেন, “কেরলার সংস্কৃতিতে ছাতার বিশেষ গুরুত্ব রয়েছে। ছাতা সেখানকার অনেক ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমি যে ছাতাগুলির কথা বলছি তা হল ‘কার্থুম্বি ছাতা’ এবং সেগুলি কেরালার আট্টপাডিতে তৈরি করা হয়।”
  6. প্রধানমন্ত্রী বলেন, “আজ ৩০ জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের আদিবাসী ভাই-বোনেরা এই দিনটিকে ‘হুল দিবস’ হিসেবে পালন করে। এই দিনটি  সিধু-কানহুর অদম্য সাহসের সঙ্গে জড়িত, যারা বিদেশি শাসকদের অত্যাচারের বিরুদ্ধে লড়েছিলেন। সিধু-কানহু হাজার হাজার সাঁওতালি মানুষকে একসঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণায় আমাদের আদিবাসী ভাই-বোনেরা বিদেশি শাসকদের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল।”
  7. প্রধানমন্ত্রী বলেন, ধনী-গরিব, কর্মজীবী ​​নারী বা গৃহবধূ সবাই মায়ের জন্য গাছ লাগাচ্ছেন। এই ক্যাম্পেনটি প্রত্যেককে তাদের মায়ের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করার সমান সুযোগ দিয়েছে।
  8. প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি সমস্ত দেশবাসী এবং বিশ্বের সমস্ত দেশের মানুষকে তাদের মায়ের সঙ্গে বা তাঁর নামে একটি গাছ লাগাতে আবেদন করেছি। মায়ের স্মরণে বা তাঁর সম্মানে বৃক্ষরোপণের অভিযান দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে আমি খুবই আনন্দিত।”
  9. ‘মন কি বাত’ অনুষ্ঠানে মাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেন, “মায়ের নামে একটি গাছ লাগাতে হবে। আমি আমার মায়ের নামে একটি গাছও লাগিয়েছি। আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সর্বোচ্চ। মাতৃভূমিরও যত্ন নিন। তিনিও আমাদের মায়ের মতো আমাদের যত্ন নিন।”
  10. প্রধানমন্ত্রী মোদী বলেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পর্ক মায়ের সঙ্গে। আমাদের সকলের জীবনে মায়ের মর্যাদা সব থেকে বেশি। একজন মা প্রতিটি দুঃখ সহ্য করেও তার সন্তানকে লালন-পালন করেন। প্রতিটি মা তার সন্তানের প্রতি স্নেহ-মমতা পোষণ করেন। আমাদের জন্মদাত্রী মায়ের এই ভালোবাসা আমাদের সবার ঋণের মতো যা কেউ শোধ করতে পারবে না।
  11. প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অটল বিশ্বাস রেখেছেন। ২০২৪ সালের নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এত বড় নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয়নি। এই নির্বাচনে ৬৫ কোটি মানুষ ভোট দিয়েছেন।”

  12. ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি বলেছিলাম যে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে আমি অবশ্যই আসব এবং আজ আমি আপনাদের সবার মাঝে আছি।”
Next Article