রাঁচি: রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। শুক্রবার ভোরে ঝাড়খণ্ডের মনোহরপুর এবং গোইলকেরার মধ্যে রেললাইনের একটা বড় অংশ বিস্ফোরণে উড়িয়ে দিল নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সদস্যরা। গোইলকেরা থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। এর ফলে, ব্যাহত হাওড়া-মুম্বই রুটের ট্রেন চলাচল। পশ্চিম সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গোইলকেরা এবং পোসোইতা রেলওয়ে স্টেশনের মধ্যে এক জায়গায় রেল লাইন উড়িয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (২২ ডিসেম্বর) ভারত বনধের ডাক দিয়েছে সিপিআই (মাওবাদী)। বনধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রেল লাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। চক্রধরপুর রেলওয়ে বিভাগের গোইলকেরা এবং পোসাইতা রেলওয়ে স্টেশনের মধ্যে দুটি পোলের মধ্যে তৃতীয় লাইনে বিস্ফোরণ ঘটে। বেশ কয়েকটি ফিশপলেট ভেঙে গিয়েছে। লাইনেরও গুরুতর ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ব্যানার এবং পোস্টার ফেলে রেখে গিয়েছে তারা। সেগুলির নীচে সিপিআই (মাওবাদী)-র ঝাড়খণ্ড শাখার নাম রয়েছে।
রেল লাইনগুলি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পর, বেশ কয়েকটি ট্রেনকে রাতে অন্যান্য স্টেশনে থামিয়ে দিতে হয়। মনোহরপুর স্টেশনে দাঁড়িয়ে যায় যোগনগরী ঋষিকেশ পুরী উৎকল এক্সপ্রেস। এছাড়া, মনোহরপুরে পোরবন্দর শালিমার এক্সপ্রেস, জগদলপুর হাওড়া এক্সপ্রেস, গোয়েলকেরায় শালিমার এলটিটি এক্সপ্রেস, রৌরকেল্লায় পুনে হাওড়া এক্সপ্রেস, চক্রধরপুরে হাওড়া সিএসএমটি এক্সপ্রেসকে দাঁড় করিয়ে দেওয়া হয়।
সিংভূমের পুলিশ সুপার আশুতোষ শেখর জানিয়েছেন, “ঘটনাস্থলের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকে রেলওয়ে ট্র্যাক মেরামতের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই ট্রেন পরিষেবা ফের চালু করা হবে বলে আশা করা হচ্ছে। মাওবাদীরা ওই এলাকায় ব্যানার এবং পোস্টারও ফেলে গিয়েছে।”