AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi in Mumbai: জলজ বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়ে কলম ধরলেন মোদী

PM Modi News: মোদীর কথায়, 'বিশ্বজুড়ে ভারত বরাবর নিজের নৌশক্তির জন্য পরিচিতি পেয়েছে। মানুষ আমাদের চিনেছে জাহাজ নির্মাণকারী ও সমুদ্রভিত্তিক বাণিজ্য়ের জন্য। আর এই কাজে মারাঠা ও চোলদের ভূমিকা নিয়ে কোনও কথাই হবে না। তাঁদের নৌশক্তি, বাণিজ্য ক্ষমতা, কৌশলী চিন্তাভাবনা তাঁদেরকে তুলে ধরেছে বাণিজ্য ক্ষেত্রে।'

PM Modi in Mumbai: জলজ বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়ে কলম ধরলেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Oct 30, 2025 | 4:05 PM
Share

মুম্বই: বিনিয়োগের জন্য ভারত একেবার যথার্থ বন্দর, মুম্বইয়ে আয়োজিত ‘ইন্ডিয়া মেরিটাইম উইক ২০২৫’ সম্মেলনে যোগ দিয়ে সেই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সমাজমাধ্য়মে দেশের জাহজ মন্ত্রকের নানা নীতি, বন্দর ব্যবস্থা ও জলজ মাধ্য়মে হওয়া বাণিজ্য় নিয়ে কলম ধরলেন তিনি। বুধবার এই সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রীর পাশেই দেখা যায় কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসকে।

মোদীর মুখে মারাঠা শক্তি

নিজের সমাজমাধ্য়মে দেশের জলজ ব্যবস্থা প্রসঙ্গে লিখতে গিয়ে জুড়ে দেন মারাঠা ও চোলদের কথায়। মোদীর কথায়, ‘বিশ্বজুড়ে ভারত বরাবর নিজের নৌশক্তির জন্য পরিচিতি পেয়েছে। মানুষ আমাদের চিনেছে জাহাজ নির্মাণকারী ও সমুদ্রভিত্তিক বাণিজ্য়ের জন্য। আর এই কাজে মারাঠা ও চোলদের ভূমিকা নিয়ে কোনও কথাই হবে না। তাঁদের নৌশক্তি, বাণিজ্য ক্ষমতা, কৌশলী চিন্তাভাবনা তাঁদেরকে তুলে ধরেছে বাণিজ্য ক্ষেত্রে।’

এই সম্মেলনে যোগ দিয়ে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর। মোদীর কথায়, গত কয়েক বছরে ভারতের বন্দর সক্ষমত বেড়েছে দ্বিগুণ। যা আগে ছিল বছরে ১৪০০ মিলিয়ন মেট্রিক টন, তা পরিণত হয়েছে ২ হাজার ৭৬২ মিলিয়ন মেট্রিক টনে। কিন্তু এতে দেশে কী লাভ হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্য ক্ষেত্রে এই বদল বাঁচিয়েছে সময়। আরও দ্রুত এবং শক্তিশালী হয়েছে বন্দরগুলি। শুধুই বন্দর সক্ষমতা নয়, বেড়েছে কার্গো জাহাজের আনাগোনা।

বিনিয়োগের আহ্বান

জাহাজ ও জলজ বাণিজ্য সংক্রান্ত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন বহু আন্তর্জাতিক ব্যবসায়ী। যোগ দিয়েছিলেন দেশের ছোট-বড় সংস্থার কার্যনির্বাহী কর্তারা। সকলের উদ্দেশেই মোদীর বার্তা, ‘আমাদের সীমান্তের অনেকটাই অংশ সমুদ্র দ্বারা আবৃত। রয়েছে কৌশলী বাণিজ্য পথ, রয়েছে আধুনিক বন্দর। আর এগুলির ভিত্তিতেই আমি বলতে পারি, ভারত বিনিয়োগের জন্য একটা যথাযথ বন্দর। তাই এখানে আসুন, বিনিয়োগ করুন।’