Fire at Firecrackers shop: আতসবাজির দোকানে বিধ্বংসী আগুন, মৃত ১২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 07, 2023 | 10:41 PM

Karnataka: আতসবাজির দোকানে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই দমকল বাহিনীতে খবর দেয়। তারপর দমকলের ৫টি ইঞ্জিনের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানের ভিতরে থাকা কর্মীরা দগ্ধ হয়ে যান। দমকলকর্মীরা দোকানের ভিতর থেকে ৫ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন।

Fire at Firecrackers shop: আতসবাজির দোকানে বিধ্বংসী আগুন, মৃত ১২
কর্নাটকে বাজি দোকানে বিধ্বংসী আগুন।
Image Credit source: twitter

Follow Us

বেঙ্গালুরু: দেওয়ালির এখনও ঢের দেরি রয়েছে। এর মধ্যেই আতসবাজির কেনা-বেচা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় আতসবাজির কারখানায় আগুন (Fire) লাগার খবরও আসছে। তবে এবার আতসবাজির একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। বিধ্বংসী আগুনে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ১২ জনের। শনিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) সীমান্তবর্তী এলাকায়।

পুলিশ সূত্রে জানা দিয়েছে, কর্নাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে বেঙ্গালুরু জেলার আত্তিবেল এলাকায় আসতবাজির একটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫ জন তামিলনাড়ুর শ্রমিক ছিলেন বলে জানিয়েছেন ডিআইজি এস রাজেশ্বরী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্নাটক-তামিলনাড়ু সীমান্ত এলাকায় অবস্থিত আতসবাজির দোকানটিতে তামিলনাড়ুরও বহু শ্রমিক কাজ করতেন। এদিন বিকাল সাড়ে ৪টে নাগাদ ট্রাকে করে দোকানে বাক্স-বাক্স আতসবাজি আসে। সেই বাক্সগুলি নামানোর সময়ই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ট্রাক থেকে আতসবাজির বাক্স নামানোর সময়ই কোনওভাবে বাজির একটি বাক্সে আগুন ধরে যায়। তারপর মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের বাক্সগুলিতে ছড়িয়ে পড়ে এবং বিধ্বংসী রূপ নেয়। ট্রাক থেকে সমগ্র দোকানে ছড়িয়ে পড়ে আগুন। এমনকি, দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায়।

আতসবাজির দোকানে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই দমকল বাহিনীতে খবর দেয়। তারপর দমকলের ৫টি ইঞ্জিনের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানের ভিতরে থাকা কর্মীরা দগ্ধ হয়ে যান। দমকলকর্মীরা দোকানের ভিতর থেকে ৫ জনের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করেন। গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়।

Next Article