Bengaluru Fire: বিধ্বংসী আগুন বহুতলে, প্রাণ বাঁচাতে ৪ তলা থেকে ঝাঁপ যুবকের, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 18, 2023 | 2:14 PM

Fire: বাণিজ্যিক বিল্ডিংয়ের চারতলায় রুফটপ হুক্কা বার ও পাব রয়েছে। এ দিন দুপুরে হঠাৎ ওই পাবের রান্নাঘরে রাখা সিলিন্ডারে বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ছাদজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু নীচে নামার কোনও পথ ছিল না, প্রাণ বাঁচাতে পাবের এক কর্মী ছাদ থেকে ঝাঁপ দেন।

Bengaluru Fire: বিধ্বংসী আগুন বহুতলে, প্রাণ বাঁচাতে ৪ তলা থেকে ঝাঁপ  যুবকের, দেখুন ভিডিয়ো
প্রাণ বাঁচাতে ঝাঁপ।
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: দাউদাউ করে উঠছে আগুনের লেলিহান শিখা, কালো ধোঁয়ায় ঢাকা আকাশ। ভয়াবহ অগ্নিকাণ্ড বেঙ্গালুরুর করমঙ্গল এলাকায়। বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লেগে যায় একটি বাণিজ্যিক বিল্ডিংয়ে। বর্তমানে আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। প্রাণ বাঁচাতে এক ব্যক্তিকে ওই বিল্ডিংয়ের চারতলার ছাদ থেকে ঝাঁপ দিতেও দেখা যায়।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর করমঙ্গল এলাকার একটি বিল্ডিংয়ে দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে। বিখ্যাত ফোরাম মলের বিপরীতেই অবস্থিত ওই বিল্ডিং। ওই বাণিজ্যিক বিল্ডিংয়ের চারতলায় রুফটপ হুক্কা বার ও পাব রয়েছে। সেখানেই আগুন লাগে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এ দিন দুপুরে হঠাৎ ওই পাবের রান্নাঘরে রাখা সিলিন্ডারে বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে ছাদজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু নীচে নামার কোনও পথ ছিল না, প্রাণ বাঁচাতে পাবের এক কর্মী ছাদ থেকে ঝাঁপ দেন। ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া বিভিন্ন ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে বিল্ডিংয়ের ছাদ। আচমকাই সেখানে বিস্ফোরণ হয়। আগুনের লেলিহান শিখা উঠে আসতে দেখা যায়।

Next Article