Child Death in Fire: বিধ্বংসী আগুন শিশু হাসপাতালে, মৃত্যু ৭ নবজাতকের, আশঙ্কাজনক আরও ৫ শিশু

ঈপ্সা চ্যাটার্জী |

May 26, 2024 | 8:53 AM

Delhi Hospital Fire: শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দিল্লির ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে খবর আসে যে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি শিশু হাসপাতালে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। শুরু করা হয় উদ্ধারকাজ। 

Child Death in Fire: বিধ্বংসী আগুন শিশু হাসপাতালে, মৃত্যু ৭ নবজাতকের, আশঙ্কাজনক আরও ৫ শিশু
শিশু হাসপাতালে আগুন।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: শিশু হাসপাতালে ভয়াবহ আগুন। পুড়ে মৃত্য়ু হল কমপক্ষে ৭ নবজাতক শিশুর। গুরুতর জখম আরও ৬ শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। শনিবার রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে আগুন লাগে। সেই ভয়াবহ আগুনের গ্রাসেই মৃত্যু হল ৭ শিশুর।

জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দিল্লির ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে খবর আসে যে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় একটি শিশু হাসপাতালে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। শুরু করা হয় উদ্ধারকাজ।

ঘণ্টাখানেকের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হাসপাতালের যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল, সেখান থেকে ১২জন নবজাতককে উদ্ধার করা হয়। তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসা চলাকালীন ৭ শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক আরও ৫ শিশু। তাদের চিকিৎসা চলছে।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, দুটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল। হাসপাতাল ও তার পার্শ্ববর্তী একটি বহুতলের দোতলায় আগুন ছড়িয়ে পড়ে।  কীভাবে আগুন লাগল হাসপাতালে, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

Next Article