বেঙ্গালুরু: বাস ডিপোয় সার বেঁধে বাস দাঁড়িয়েছিল। হঠাৎ করেই দাউদাউ করে জ্বলতে শুরু করে একটি বাস। তারপর মুহূর্তের মধ্যে আশপাশে দাঁড়িয়ে থাকা বাসগুলিতেও আগুন (Fire) ধরে যায়। এভাবে প্রায় ৪০টি বাস আগুনে পুড়ে যায়। সপ্তাহের প্রথম দিন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর (Bengaluru) বীরভদ্র নগরের কাছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভদ্র নগরের কাছে একটি বেসরকারি বাস ডিপোয় আগুনে ৪০টি বাস পুড়ে গিয়েছে। সবকটি বেসরকারি বাস। কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।
#WATCH | Private buses parked in a bus depot in Bengaluru’s Veerabhadranagar catch fire
Detailed awaited. pic.twitter.com/gC0WAmksCZ
— ANI (@ANI) October 30, 2023
বাস ডিপোয় দাঁড়িয়ে থাকা বাসগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলেও বরাতজোরে সেখানে কোনও যাত্রী ছিল না। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ওই বাস ডিপোর পাশেই একটি গ্যারেজ ছিল। ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকল বাহিনীর তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিনের অগ্নিকাণ্ডে প্রাণহানি না হলেও ৪০টি বাস পুড়ে যাওয়ায় অনেক টাকার ক্ষতি হল।