Medical Negligence: অপেক্ষা করেও চা পাননি, অস্ত্রোপচার মাঝপথে থামিয়ে বেরিয়ে গেলেন চিকিৎসক!

Government Hospital: পরপর চারটি অস্ত্রোপচার করার পর হাসপাকালের কর্মীদের কাছ থেকে এক কাপ চা চেয়ে ফের অপারেশন থিয়েটারে ঢুকে যান তিনি। বেশ কিছুক্ষণ অফেক্ষা করার পরও চা না মেলায়, পঞ্চম রোগীকে অপারেশন টেবিলে ফেলে রেখেই অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে যান ওই চিকিৎসক।  

Medical Negligence: অপেক্ষা করেও চা পাননি, অস্ত্রোপচার মাঝপথে থামিয়ে বেরিয়ে গেলেন চিকিৎসক!
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 11:47 AM

নাগপুর: একের পর এক অস্ত্রোপচার, মাঝে মাত্র কয়েক মিনিটের বিরতি। সেই ফাঁকে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এক কাপ চা চেয়েছিলেন চিকিৎসক। কিন্তু ১৫-২০ মিনিট কেটে যাওয়ার পরও চা পাননি তিনি। রাগের চোটে মাঝপথেই অস্ত্রোপচার ছেড়ে চলে গেলেন চিকিৎসক। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায়। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছেও অভিযোগ জানান রোগীর পরিবার। তদন্ত শুরু করা হয়েছে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের মৌদা এলাকায়। একটি সরকারি হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মাঝপথে অস্ত্রোপচার ছেড়ে বেরিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, ঘটনার দিন ওই হাসপাতালে পরপর আটজন মহিলার বন্ধ্যাত্বকরণের অস্ত্রোপচার ছিল। অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন ডঃ বালাভি।

পরপর চারটি অস্ত্রোপচার করার পর হাসপাকালের কর্মীদের কাছ থেকে এক কাপ চা চেয়ে ফের অপারেশন থিয়েটারে ঢুকে যান তিনি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরও চা না মেলায়, পঞ্চম রোগীকে অপারেশন টেবিলে ফেলে রেখেই অপারেশন থিয়েটার ছেড়ে বেরিয়ে যান ওই চিকিৎসক।

জানা গিয়েছে, যে সময়ে চিকিৎসক রেগে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যান, তখন চারজন মহিলাকে অ্যানেস্থেশিয়া দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছিল। এক রোগীর পরিবার বিষয়টি জানতে পেরেই জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানান। শেষে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অন্য় চিকিৎসককে ডেকে অস্ত্রোপচার করানো হয় বাকি রোগীদের।

নাগপুর জেলা পরিষদের আধিকারিক সৌম্য শর্মা জানান, অভিযোগ পাওয়ার পরই একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।