Adolf Hitler: মেঘালয়ের অ্যাডল্ফ হিটলার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 27, 2022 | 10:24 PM

Meghalaya TMC: এই যোগদান নিয়ে মেঘালয় তৃণমূলের নেতা জেনিথ সাংমা বলেছেন ‘হিমশৈলের চূড়া’। পাশাপাশি আগামী দিনে মেঘালয়ে তৃণমূল ক্ষমতা দখল করবে বলেও দাবি করেছেন তিনি।

Adolf Hitler: মেঘালয়ের অ্যাডল্ফ হিটলার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে
প্রতীকী ছবি

Follow Us

মেঘালয়: জার্মানির দোর্দণ্ডপ্রতাপ শাসক ছিলেন অ্যাডল্ফ হিটলার। নাৎজি পার্টির প্রধান ছিলেন তিনি। ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন তিনি। ধীরে ধীরে হিটলার হয়ে ওঠেন জার্মানির সর্বেসর্বা। ইহুদি হত্যার পাশাপাশি বহু কলঙ্কের দাগ লেগেছে একনায়কের গায়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তাঁকে দায়ীও করে থাকেন ইতিহাসবিদদের একাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির হার নিশ্চিত দেখে ১৯৪৫ সালে আত্মহত্যা করেন হিটলার।

উত্তর-পূর্ব ভারতের রাজ্য মেঘালয়েও রয়েছেন অ্যাডল্ফ হিটলার নামের এক ব্যক্তি। তাঁর পুরো নাম অ্যাডল্ফ লু হিটলার মারাক। তিনি সে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন। পাশাপাশি তিন বারের বিধায়ক তিনি। সেই হিটলার বৃহস্পতিবার যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। হিটলারের সঙ্গে এ দিন তৃণমূলে যোগ দিয়েছেন সে রাজ্যের বিজেপির প্রাক্তন সহ সভাপতি ডেভিড মারাক। এই যোগদানের ফলে মেঘালয়ে তৃণমূলের শক্তি আরও বাড়ল বলে দাবি করেছে সে রাজ্যের তৃণমূল নেতৃত্বে।

এই যোগদান নিয়ে মেঘালয় তৃণমূলের নেতা জেনিথ সাংমা বলেছেন ‘হিমশৈলের চূড়া’। পাশাপাশি আগামী দিনে মেঘালয়ে তৃণমূল ক্ষমতা দখল করবে বলেও দাবি করেছেন তিনি। সাংমা বলেছেন, “হিটলার মানুষের প্রতিনিধি। রাজ্যের হয়ে অনেক কাজ করেছেন তিনি। আমারা তাঁকে স্বাগত জানিয়েছি। রাজ্যের বিভিন্ন পেশার মানুষ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।”

তৃণমূলে যোগ দেওয়ার পর মেঘালয়ের বিধায়ক অ্যাডল্ফ হিটলার বলেছেন, “রাজ্যেবাসীর উচিত এমন নেতা এবং দলকে নির্বাচিত করা উচিত যাঁরা রাজ্যকে বাঁচাতে লড়বেন। যে জমি আমাদের রাজ্যের মানুষের, সেই জমি এই সরকার অসমের হাতে তুলে দিচ্ছে। মানুষের উচিত বুদ্ধি দিয়ে বিচার করা।” আগামী নির্বাচনে মেঘালয়ের ৬০টি আসনেই তৃণমূল লড়বে বলে জানিয়েছে, সে রাজ্যের ঘাসফুল নেতৃত্ব।

Next Article