গুয়াহাটি: কেরল বিশ্ববিদ্যালয়ের পর এবার যুগান্তকারী পদক্ষেপ করল অসমের গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। এবার থেকে বিশ্ববিদ্যালয়ের (Gauhati University) ছাত্রীরা ঋতুকালীন ছুটি (Menstrual Leaves) পাবেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এই বিষয়ে নির্দেশিকা জারি করা হয় এবং নির্দেশিকা জারির সঙ্গে-সঙ্গেই এটি কার্যকর হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানান, এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের পাশাপাশি অধীনস্থ সমস্ত কলেজের ছাত্রীদের জন্য অতিরিক্ত ২ শতাংশ ঋতুকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ সেমিস্টার পরীক্ষার জন্য ক্লাসে ন্যূনতম উপস্থিতি ৭৫ শতাংশ থাকা বাধ্যতামূলক। মহিলা ছাত্রীদের জন্য সেই উপস্থিতি কমিয়ে ৭৩ শতাংশ করা হয়েছে।
চলতি বছরের গোড়ায় শিক্ষা মন্ত্রক এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রক কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ চাকরি ক্ষেত্রে মহিলাদের ঋতুকালীন ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেয়। কেন্দ্রের সেই প্রস্কাবের পর চলতি বছরের গোড়ায় ছাত্রীদের ঋতুকালীন ছুটি দেওয়ার নিয়ম চালু করে কেরলের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CUSAT)। এবার সেই একই পথে হাঁটল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়।