নয়া দিল্লি: দেশের প্রথম সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেন বন্দে ভারত (Vande Bharat Express)। ইতিমধ্যেই মোদীর হাত ধরে বিভিন্ন একাধিক বন্দে ভারতের যাত্রা শুরু হয়েছে। বন্দে ভারতের দৌলতে কমেছে যাত্রার সময়। ফলে নাগরিকদের মধ্যে এই ট্রেন নিয়ে অন্য পর্যায়ে উত্তেজনা। এবার এই ট্রেনের মিনি সংস্করণ আসতে চলেছে দেশে। নিউজ১৮ হিন্দির প্রতিবেদন অনুযায়ী, যে সমস্ত রুটে যাত্রী সংখ্যা কম সেখানে এই মিনি বন্দে ভারত এক্সপ্রস ট্রেন চালু করা হবে। ১৬ কোচের পরিবর্তে এই ট্রেনে থাকবে ৮ টি কোচ। আর এই বছরই এপ্রিল থেকে শুরু হবে এর যাত্রা।
প্রতিবেদন অনুযায়ী, নয়া দিল্লি থেকে আনদৌরা এবং বিলাসপুর থেকে নাগপুর রুটে এই মিনি সেমি হাই স্পিড ট্রেন চলবে। সাধারণত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রী সংখ্যা প্রায় ৯৯.৯৭ শতাংশ। অর্থাৎ, ভারতীয় যাত্রীদের মধ্যে এর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও ভারতীয় রেল কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, আট জোড়া ট্রেনের মধ্যে পাঁচটি ট্রেনেই যাত্রার সময় আসন সংখ্যা পুরো ভর্তি থাকে।
প্রসঙ্গত, এ বছর জানুয়ারি অবধি প্রথম যে ৮ টি বন্দে ভারত এক্সপ্রেসগুলির যাত্রা শুরু হয়েছে তার মধ্যে বিলাসপুর-নাগপুর লাইনে সবথেকে কম ছিল যাত্রী সংখ্যা। যাত্রী সংখ্যা ছিল প্রায় ৫৫ শতাংশের কাছাকাছি। তথ্য অনুযায়ী, গান্ধীনগর-মুম্বই রুটে যাত্রী সংখ্যা প্রায় ১২৬.৬৭ শতাংশ। আর বিলাসপুর থেকে নাগপুর এবং নয়া দিল্লি থেকে হিমাচল প্রদেশের আম্ব আনদৌরা, চেন্নাই সেন্ট্রাল ও মহীশূরের মধ্যে এই বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী সংখ্যা প্রায় যথাক্রমে ৫৫ শতাংশ, ৭০ শতাংশ ও ৭৫ শতাংশ ছিল। তাই এই সমস্ত রুটে মিনি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে বলে জানা গিয়েছে।