নয়া দিল্লি: মণিপুর ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে কোণঠাসা করতে তৎপর বিরোধীরা। গত কয়েকদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার বিবৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ভাবছে INDIA জোটের শরিকরা। মঙ্গলবার সকালে এ বিষয়ে বিরোধীদের একটি বৈঠক হয়েছে বলেও সূত্রের খবর। তবে, এই অনাস্থা প্রস্তাব নিয়ে মাথাব্যাথা করছে না বিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য, বিরোধীরাই যত খুশি অনাস্থা প্রস্তাব আনুক, কিছুতেই কিছু পরিবর্তন হবে না। বিরোধীদের ওপর থেকে দেশের মানুষ আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এই প্রসঙ্গে একটি টুইটে বিরোধীদের কটাক্ষ করেছেন মন্ত্রী। তিনি বিরোধীদের সম্পর্কে লিখেছেন, ‘মানুষ ওদের বারবার প্রত্যাখ্যান করেছে, ওরা নিজেরাই আস্থা অর্জন করতে পারছে না।’ তাঁর দাবি, INDIA নাম দিলেই যদি বিশ্বাস ও আস্থা অর্জন করা যেত তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তো কখনই দেশ ছেড়ে পালাতে হত না। ধর্মেন্দ্র প্রধানের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আশার আলো দেখিয়েছেন, তা এত সহজে নেভানো সম্ভব নয়।
২০ বছর পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু করেছে বিরোধীরা। এর আগে ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন তৎকালীন এনডিএ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। মঙ্গলবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের চেম্বারে আলোচনায় বসেছিলেন বিরোধী দলের প্রতিনিধিরা। কংগ্রেস সাংসদেরা ছাড়াও তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।
উল্লেখ্য, বাদল অধিবেশনের চতু্র্থ দিনও নির্বিঘ্নে কাটল না। মণিপুর ইস্যুতে মঙ্গলবার আবারও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ।
जो विपक्ष देश की जनता का विश्वास खो चुका है, वो प्रधानमंत्री मोदी जी के खिलाफ कितने ही अविश्वास प्रस्ताव लाने की सोचें, कुछ नहीं बदलने वाला।
जनता द्वारा बार-बार नकारे गए लोग जो खुद भरोसे के संकट से जूझ रहे हैं उन्हें I.N.D.I.A. नाम रखने से अगर जनता का विश्वास प्राप्त हो जाता तो…
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 25, 2023