নয়া দিল্লি: গত সপ্তাহেই মধ্য প্রদেশে বিদেপি কর্মীদের এক সভায় অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, দুই আইন দিয়ে কীভাবে একটি দেশ চলতে পারে? তার এক সপ্তাহ পরই, এই বিষয়ে বিসৃত আলোচনার জন্য একটি মন্ত্রী গোষ্ঠী গঠন করা হল। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এটি কোনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত মন্ত্রী গোষ্ঠী নয়। তবে সূত্রের খবর, প্রাক্তন আইনমন্ত্রী কিরেন রিজিজুর নেতৃত্বে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য চার মন্ত্রীর এই গোষ্ঠী তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ৫ বছর আইনমন্ত্রীর পদে ছিলেন কিরেন রিজিজু। সূত্রের খবর, এই গোষ্ঠীর বাকি সদস্যরা হলেন, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি, বর্তমান আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং উত্তর-পূর্ব ভারত বিষয়ক মন্ত্রী জি কিষান রেড্ডি। ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে যে সমস্ত জটিলতা এবং আপত্তি আছে, সেগুলির মোকাবিলা করবে এই মন্ত্রী গোষ্ঠী।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আসন্ন বাদল অধিবেশনেই সংসদে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে পারে সরকার। তার আগে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য এই চার মন্ত্রীকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। কিরেন রিজিজুকে দায়িত্ব দেওয়া হয়েছে, ইউসিসি বিষয়ে আদিবাসীদের যে সমসল্ত আপত্তি রয়েছে, সেই বিষয়গুলির সমাধান করতে। স্মৃতি ইরানি দেখবেন মহিলাদের অধিকার সম্পর্কিত বিষয়গুলি, অর্জুন রাম মেঘওয়াল ইউসিসির আইনি সমস্যাগুলির সমাধানের চেষ্টা করবেন আর জি কিষাণ রেড্ডিকে দায়িত্ব দেওয়া হয়েছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে ইউসিসি সম্পর্কে তাদের আপত্তির বিষয়গুলি নিয়ে আলোচনা করার।
সরকারি সূত্র জানিয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বুধবার একটি দীর্ঘ সভা করেছেন চার মন্ত্রী। গত দুদিনে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গেও এই বিষয়ে আলচনা করেছে মন্ত্রী গোষ্ঠীটি। বুধবার, কিরেন রিজিজুর সঙ্গে দেখা করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনার্ড সাংমা। এর আগে তিনি বলেছিলেন, অভিন্ন দেওয়ানি বিধি ভারতের মূল ধারণার বিরোধী। তিনি বলেছিলেন, “ভারত একটি বৈচিত্র্যময় দেশ এবং বৈচিত্র্যই আমাদের শক্তি। সমগ্র উত্তর-পূর্ব ভারতেই বিভিন্ন সংস্কৃতি ছড়িয়ে রয়েছে। আমরা চাই সেটা বজায় থাক।” মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাও ইউসিসির বিরোধিতা করেছেন। তাঁর যুক্তি, ইউসিসি সংখ্যালঘু, বিশেষ করে মিজোদের স্বার্থ বিরোধী। মন্ত্রী গোষ্ঠীর সদস্য়রা উত্তর-পূর্ব ভারতের সকল মুখ্যমন্ত্রীদের সঙ্গেই ব্যক্তিগতভাবে টেলিফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে।
গত সোমবারই ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বৈঠক করেছে আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। দু’ঘণ্টা ধরে সেই বৈঠক হয়। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে এই বিল তৈরি করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির প্রধান সুশীল মোদীও আদিবাসীদের অধিকার রক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে তিনি জানান, উপজাতীয় রীতিনীতি এবং জীবনযাত্রাকে সুরক্ষিত রাখার নির্দেশ রয়েছে সংবিধানে।