Modi in Australia: সিডনিতে নমোকে গান শোনাতে চাইল কিশোরী, মোদী বললেন, ‘হো যায়ে’, দেখুন ভিডিয়ো

Modi in Australia: সোমবার (২২ মে), তিন দেশ সফরের শেষ পর্বে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিডনি শহরে তাঁকে স্বাগত জানালেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় জনতা। শুরুতেই এক কিশোরীর আবদারের মুখে পড়তে হল প্রধানমন্ত্রীকে।

Modi in Australia: সিডনিতে নমোকে গান শোনাতে চাইল কিশোরী, মোদী বললেন, 'হো যায়ে', দেখুন ভিডিয়ো
সিডনিতে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদী
Follow Us:
| Edited By: | Updated on: May 22, 2023 | 7:30 PM

নয়া দিল্লি: সোমবার (২২ মে), তিন দেশ সফরের শেষ পর্বে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিডনি শহরে তাঁকে স্বাগত জানালেন অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয় জনতা। ভারতীয় সম্প্রদায়ের একটি বাচ্চা মেয়ে একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনাতে চায়। জবাবে প্রধানমন্ত্রী বলে ওঠেন ‘হো যায়ে’। প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরের প্রধান লক্ষ্য অবশ্যই সেই দেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করা। একই সঙ্গে সেই দেশের ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মিলিতও হবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় সিডনির কুদোস ব্যাঙ্ক এরিনায় প্রদানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে অন্তত ১৮,০০০ প্রবাসী ভারতীয় উপস্থিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজেরও অংশ নেওয়ার কথা। এই অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ডায়াস্পোরা ফাউন্ডেশন।

অস্ট্রেলিয়ার পরিসংখ্যান বিভাগ ২০১৬ সালে যে জনগণনা করেছিল, তাতে ৬ লক্ষ ১৯ হাজারেরও বেশি মানুষ জানিয়েছিলেন তাঁরা ভারতীয় বংশোদ্ভূত। এঁদের মধ্যে ৫ লক্ষ ৯২ হাজার মানুষেরই ভারতেই জন্ম হয়েছিল বলে জানিয়েছিলেন। অর্থাৎ, অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার ২.৮ শতাংশ মানুষই ভারতীয় বংশোদ্ভূত। আর এই সংখ্যাটা ক্রমেই বাড়ছে। অস্ট্রেলিয়ার এই এই ক্রমবর্ধমান ভারতীয় জনসংখ্যার সুবিধা-অসুবিধার খোঁজ নিতেই মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের সামনে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠান সম্পর্কে অস্ট্রেলীয় সরকার বলেছে, ভারতীয়রা তাদের ‘বহু-সাংস্কৃতিক সমাজের অন্যতম মূল অংশ’। প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হওয়ার আগে অবশ্য প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবানিজ এক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রে সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মুক্ত বাণিজ্য বজায় রাখার বিষয়ে আলোচনা হবে।

প্রাথমিকভাবে কোয়াড গোষ্ঠীর বার্ষিক শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতেই। কিন্তু, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর দেশে এক ব্যস্ততা থাকায় কোয়াড শীর্ষ সম্মেলনের সময় এগিয়ে নেওয়া হয়। জাপানের হিরোশিমায় জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকেই কোয়াড শীর্ষ সম্মেলনেরও আয়োজন করা হয়েছিল। কোয়াড বৈঠক বাতিল হলেও, প্রধানমন্ত্রী জানিয়েছিলেন দুই দেশের কৌশলগত সম্পর্কের কারণে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টুইট করে জানান, “চলতি বছরের শুরুতেই ভারতে গিয়ে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলাম। তারপর, অস্ট্রেলিয়ায় তাঁর সরকারি সফরের জন্য প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত। অস্ট্রেলিয়া এবং ভারত উভয়ই একটি স্থিতিশীল, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্রশান্তমহাসাগরীয় এলাকা গড়তে চয়। এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য আমাদের যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”