5G launch by Modi: ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব! শনিবারই 5G পরিষেবার সূচনা করবেন মোদী

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 01, 2022 | 8:49 AM

Narendra Modi: শনিবার সকাল ১০ টায় এই পরিষেবার সূচনা করবেন মোদী। তাঁর সামনেই বিষয়টা তুলে ধরা হবে বিভিন্ন সংস্থার তরফে।

5G launch by Modi: ইন্টারনেট দুনিয়ায় বিপ্লব! শনিবারই 5G পরিষেবার সূচনা করবেন মোদী
5G-র সূচনা করবেন মোদী

Follow Us

নয়া দিল্লি : শনিবারই দেশে প্রথম ফাইভ- জি (5G) পরিষেবার সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত কয়েকটি শহরে এই পরিষেবা চালু হবে, তবে আগামী ২ বছরের মধ্যে গোটা দেশই এই সুবিধা পাবে বলে জানা গিয়েছে। শনিবার থেকে দিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেই অনুষ্ঠান থেকেই এই পরিষেবার সূচনা করবেন মোদী। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে সেই সম্মেলন।

এশিয়ার সর্ববৃহৎ টেলিকম ও প্রযুক্তি সংক্রান্ত ফোরাম এই ইন্ডিয়া মোবাইল কংগ্রেস। সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করেছে।

দেশে এই পরিষেবা চালু হলে প্রযুক্তিগত দুক থেকে অনেক উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে। উপকৃত হবেন সাধারণ মানুষ। উচ্চগতির ইন্টারনেটের সৌজন্যে ভিড়ে ভরা জায়গাতেও চোখের নিমেষে ডাউনলোড করা যাবে উচ্চ মানের ভিডিয়ো বা সিনেমা। এ ছাড়া ক্যাব পরিষেবা, অনলাইনে স্বাস্থ্য় পরিষেবা পেতেও অনেক সুবিধা হবে।

বোঝাই যাচ্ছে প্রযুক্তির দুনিয়ায় বিপ্লব আনতে চলেছে এই পরিষেবা। আপাতত কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইতে এই পরিষেবা শুরু করতে চলেছে জিও। শনিবার সূচনা হওয়ার পর প্রথমে দিল্লির একাংশের বাসিন্দারা তা ব্যবহার করতে পারবেন। তবে অন্যান্য শহরের বাসিন্দাদের 5G গতির ইন্টারনেট পেতে আরও কিছুটা সময় লাগবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, খুব কম সময়ের মধ্যে দেশের অন্তত ৮০ শতাংশ জুড়ে যাতে এই পরিষেবা দেওয়া যায়, সেই ব্যবস্থাই করা হচ্ছে।

এ দিন সকাল ১০ টায় পরিষেবার সূচনা করবেন মোদী। তাঁর সামনে 5G-র ব্যবহার বর্ণনা করবে জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া। জিও-র তরফে রয়েছে বিশেষ পরিকল্পনা। এই সংস্থা ইন্টারনেটের মাধ্যমে মুম্বইয়ের এক শিক্ষকের সঙ্গে দেশের অন্য তিন রাজ্যের পড়ুয়ার সংযোগ স্থাপন করে দেখাবে, কতটা দ্রুত কাজ করছেন ইন্টারনেট।

Next Article