Mohan Majhi: ২৪ বছর পর ওড়িশায় নবীনের বদলে অন্য কেউ হলেন মুখ্যমন্ত্রী, সাক্ষী থাকলেন মোদী

Jun 12, 2024 | 8:27 PM

Mohan Majhi: বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। উত্তরসূরির শপথ অনুষ্ঠানে ছিলেন নবীন পট্টনায়েক। গতকাল তাঁর বাড়িতে গিয়েছিলেন মোহন চরণ মাঝি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আসেন। মোহন চরণের পাশাপাশি এদিন দুই উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা শপথ গ্রহণ করেন।

Mohan Majhi: ২৪ বছর পর ওড়িশায় নবীনের বদলে অন্য কেউ হলেন মুখ্যমন্ত্রী, সাক্ষী থাকলেন মোদী
ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি

Follow Us

ভুবনেশ্বর: ২০০০ সালের ৫ মার্চ। তার পর থেকে কেটে গিয়েছে ২৪ বছর। আর এই ২৪ বছর পর ওড়িশায় নবীন পট্টনায়েকের বদলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহন চরণ মাঝি। প্রথমবার ওড়িশায় সরকার গঠন করল বিজেপি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন নবীন পট্টনায়েকও।

ওড়িশায় ১৪৭ আসনের বিধানসভায় সদ্য সমাপ্ত নির্বাচনে ৭৮টি আসন জিতেছে বিজেপি। তারপরই সরকার গঠনে তোড়জোড় শুরু করে গেরুয়া শিবির। ওড়িশার চারবারের বিধায়ক মোহন চরণ মাঝিকে গতকাল বিজেপির পরিষদীয় দলের নেতা মনোনীত করেন দলের বিধায়করা। রাজ্য প্রশাসনের শীর্ষ পদের জন্য দলের এই আদিবাসী নেতার উপরই ভরসা রাখেন বিজেপি নেতৃত্ব।

বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। উত্তরসূরির শপথ অনুষ্ঠানে ছিলেন নবীন পট্টনায়েক। গতকাল তাঁর বাড়িতে গিয়েছিলেন মোহন চরণ মাঝি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আসেন। মোহন চরণের পাশাপাশি এদিন দুই উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা শপথ গ্রহণ করেন।

মোহন চরণ মাঝি কেওনঝড় থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন। এই আসন থেকে চারবার জিতেছেন তিনি। গত পাঁচ বছর ওড়িশা বিধানসভায় বিজেপি চিপ হুইপ ছিলেন। তাঁর নেতৃত্বেই ওড়িশায় প্রথমবার সরকার গঠন করল বিজেপি। এর আগে নবীনের সঙ্গে জোটে ২ বার রাজ্যে সরকারে তারা ছিল।

সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এদিন দেখলেন, ২৪ বছর পর তাঁর জায়গায় অন্য কেউ শপথ নিলেন। ২০০০ সালের ৫ মার্চ প্রথমবার ওড়িশার মুখ্যমন্ত্রী হন নবীন। তার পর এই ২৪ বছর তাঁর নেতৃত্বে রাজ্যে সরকার গঠন করেছে বিজেডি। এবার তাতে ছেদ পড়ল।

Next Article