রাঁচি: বেল্টের দাম ৩৫ হাজার টাকা। এমন দামি বেল্ট (Belt) কিনে ফেলেন ছবি গুপ্ত। তিনি ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারী। ইনস্টাগ্রামে অনেক ফলোয়ারও আছে তার। তবে এত দাম দিয়ে বেল্ট কেনা ঠিক হয়নি। এমনটাই প্রথমে মনে করেছে তার মা। বেল্টের দাম ৩৫ হাজার টাকা শুনে রীতিমতো চমকে উঠেছেন। এত দাম আবার হয় নাকি!
সেই বেল্ট গুচি কোম্পানির। এই কোম্পানির সব জিনিসেরই দাম মহার্ঘ। বেল্টের বকলেসে রয়েছে GG লেখা। প্রথমে পছন্দ করলেও পরে মেয়ের দামি বেল্ট পছন্দ হয়ে যায় মায়ের। শাড়ির পরে কোমরে বেল্ট বেঁধে ছবিও তোলেন মা অনিতা গুপ্তা। সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মায়ের বক্তব্য রাচির দিল্লি পাবলিক স্কুলে পড়ার সময় অনেকটা এমনই বেল্ট পড়তে হত তাকে।
শাড়ির সঙ্গে বেল্ট পড়ার ব্যাপারে মাকে উৎসাহ দিয়েছেন মেয়ে। এর একটি ভিডিয়োও করে রাখেন মেয়ে। সোশ্যাল মিডিয়ায় তা দেখে অনেকে পছন্দ করেছেন ও ভাল ভাল মন্তব্য করেছেন। অনেকে মনে করছে, ব্র্যান্ড ভ্যালুর জন্যই ওই বেল্টের দাম ৩৫ হাজার টাকা। বকলেসের GG লেখাটুকু বাদ দিলে সেই বেল্টে আর কিছু নেই।
আরও পড়ুন: অমানবিক, ঘুষ দিতে না পারায় মর্গে পড়ে থাকল করোনা আক্রান্তের দেহ