অমানবিক, ঘুষ দিতে না পারায় মর্গে পড়ে থাকল করোনা আক্রান্তের দেহ

arunava roy |

Jul 04, 2021 | 12:26 AM

মীরাটের (Meerut) জেলাশাসক কে বালাজি ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে দোষীদের কড়া শাস্তি হবে বলে জানিয়েছেন তিনি।

অমানবিক, ঘুষ দিতে না পারায় মর্গে পড়ে থাকল করোনা আক্রান্তের দেহ
ফাইল ছবি

Follow Us

মীরাট: ফের অমানবিক ঘটনার সাক্ষী থাকল যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দেহ (Body) হাসপাতালে আটকে রাখার অভিযোগ। মৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগ, দেহ ছাড়ার জন্য ১৫ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন কয়েকজন ডাক্তার। টাকা দিতে পারেননি মৃতর স্ত্রী। সেই কারণে হাসপাতালের মর্গে ৭৫ দিন আটকে রাখা হয় দেহ।

খবর প্রকাশ্যে আসতেই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নড়েচড়ে বসে প্রশাসন। মীরাট হাসপাতালের পক্ষ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়। এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়। ১৫ এপ্রিল মারা যান তিনি। মৃত ব্যক্তির নাম নরেশ। বয়স ২৮ বছর।

এরপর তার ২৭ বছর বয়সী স্ত্রী গুড়িয়া দেবী হাসপাতালে যান স্বামীর দেহ নিতে। সেই সময় নরেশের দেহ মর্গে আটকে রেখে ১৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয় বলে অভিযোগ। মীরাটের জেলাশাসক কে বালাজি ইতিমধ্যেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণ হলে দোষীদের কড়া শাস্তি হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: প্রতিবাদ সভায় মোষের তাণ্ডব, গুঁতো খেয়ে নাজেহাল প্রতিবাদীরা

Next Article