অযোধ্যা: রাম জন্মভূমিতে অবাক কাণ্ড। রাম রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, তা খতিয়ে দেখতে এলেন খোদ হনুমান। গটগটিয়ে ঢুকলেন থানায়। সোজা গিয়ে বসলেন স্টেশন ইনচার্জের সিটেই। তাকে দেখে তো অবাক পুলিশকর্মীরা। থানার এসএইচও স্যালুটও করেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের অযোধ্যায়। সেখানে রাম জন্মভূমি অযোধ্যা থানাতেই একটি বাঁদর ঢুকে পড়ে এবং সোজা স্টেশন ইনচার্জের আসনে উঠে বসে। থানায় পুলিশকর্মীরা তো বাঁদরের ‘বাঁদরামি’ দেখে হতবাক। তবে স্টেশন ইনচার্জ কিন্তু বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন। তাঁর আসনে বসা বাঁদরকে স্যালুট করেন তিনি। পাশে দাঁড়িয়ে ছবিও তোলেন।
জানা গিয়েছে, ১৫ অগস্ট ঘটনাটি ঘটে। থানার বাইরেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছিল। সেই ফাঁকেই হঠাৎ থানার ভিতরে ঢুকে পড়ে বাঁদরটি। স্টেশন হাউস ইনচার্জ ও অন্যান্য পুলিশকর্মীরা থানায় ফিরে এসে দেখেন, এসএইচও-র সিটে বসে রয়েছে বাঁদর।
এসএইচও দেবেন্দ্র পাণ্ডে বলেন, “সকালে থানায় জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে। ফিরে এসে দেখি, একটি বাঁদর আমার সিটে বসে আছে। আমরা বিশ্বাস করি, বাঁদর পবনপুত্রেরই রূপ। তাই আমি স্যালুট করি। স্বাধীনতা দিবসে আমি পবনপুত্রের আশীর্বাদ পেয়েছি বলেই মনে করছি।”
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ছবি। অনেকে যেমন ছবিটিকে নিয়ে মজা করেছেন, কেউ কেউ আবার কটাক্ষও করেছেন যে বাঁদরও কি স্যালুট পাওয়ার যোগ্য? যে-কেউ অফিসারের সিটে বসতে পারেন?
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)