নয়া দিল্লি: লোকসভা নির্বাচন মিটেছে। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের পালা। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। আগামিকাল, ২৩ জুলাই পেশ হবে বাজেট। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন। এদিকে, বর্ষাকালীন অধিবেশনের প্রথমদিনেই কেন্দ্রকে ‘অল-আউট’ আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা। কানওয়ার যাত্রা থেকে শুরু করে নিট বিতর্ক, মণিপুর ইস্যু, রেলের নিরাপত্তা নিয়ে সুর চড়াবে বিরোধীরা, এমনটাই খবর।
আগামিকাল, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে টানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি। অর্থমন্ত্রী হিসাবে সর্বাধিকবার বাজেট পেশ করবেন তিনি। তার আগে, আজ দেশের অর্থনৈতিক সমীক্ষাপত্র সহ একাধিক বিল পেশ করবেন অর্থমন্ত্রী। দুপুর আড়াইটে নাগাদ সংসদের লোকসভায় এই সমীক্ষা পেশ করা হবে। এতে দেশের আর্থিক বৃদ্ধি, জিডিপি, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও বাজেট ঘাটতি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে।
অন্য়দিকে, কেন্দ্রকে একাধিক অস্ত্রে আক্রমণ করতে প্রস্তুত বিরোধীরা। সম্প্রতিই কানওয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে সমস্ত দোকানের বাইরে মালিকদের নাম টাঙানোর নির্দেশ কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে আজ সংসদে সুর চড়াবে বিরোধীরা।
এছাড়া নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, একের পর এক রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করতে চলেছে বিরোধীরা। কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি জানিয়েছে তারা সংসদের দুই কক্ষেই এই ইস্যু নিয়ে সুর চড়াবে।
অন্যদিকে, বিজেপির বিহারের জোটসঙ্গী জেডিইউ বিশেষ মর্যাদার দাবি করছে। অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ও ওড়িশায় বিজু জনতা দলও একই দাবি করেছে। রবিবারও এই বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গিয়েছে।