নয়াদিল্লি: লোকসভার সাংসদ দানিশ আলিকে সাসপেন্ড করল মায়াবতীর দল বহুজন সমাজ পার্টি। ‘দলবিরোধী কাজের’ অভিযোগ তাঁকে সাসপেন্ড করা হয়েছে। বিএসপি-র এই সাংসদ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁকেই মাস খানেক আগে লোকসভার অন্দরে হেনস্থা করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। তবে ঠিক কোন কাজের জন্য দানিশকে সাসপেন্ড করা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি। মনে করা হচ্ছে, সাম্প্রতিক অতীতে বেশ কয়েক বার বিতর্কে জড়ানো এবং মহুয়ার পাশে দাঁড়ানোর জন্যই তাঁর উপর শাস্তির খাঁড়া নেমে এল।
দানিশকে সাসপেন্ড করার চিঠিতে বিএসপি-র তরফে লেখা হয়েছে, “দলের নীতি, আদর্শ, শৃঙ্খলার বিরুদ্ধে মন্তব্য এবং কাজ করার জন্য আপনাকে একাধিক বার সতর্ক করা হয়েছে। তা সত্ত্বেও আপনি দলবিরুদ্ধ কাজ করে গিয়েছেন।” তবে সাসপেন্ড করা হলেও দলের হুইপ মানতে যে তিনি বাধ্য তাও উল্লেখিত হয়েছে চিঠিতে।
উত্তর প্রদেশের আমরোহা থেকে বহুজন সমাজ পার্টির টিকিটে জিতে ২০১৯ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন দানিশ। কিন্তু সংসদে বিজেপি সাংসদের কুরুচিকর আক্রমণের সামনে পড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। সেপ্টেম্বর মাসে চন্দ্রযান-৩ মিশন নিয়ে আলোচনার সময় বিজেপি সাংসদ বিধুরি দানিশের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন। যদিও সেই মন্তব্যের জন্য সংসদীয় কমিটির কাছে ক্ষমা চেয়েছেন বিজেপি সাংসদ। শুক্রবার মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিষ্কারের পর তাঁর পাশে দাঁড়িয়েছিলেন দানিশ। তাঁর গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, “ভিকটিমকে কালপ্রিটে পরিণত করবেন না।”
দানিশের রাজনৈতিক জীবন শুরু হয়েছে জেডি(এস)-এর হাত ধরে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার দলের নেতা ছিলেন তিনি। ২০১৯ সালে দেবেগৌড়ার অনুমতি নিয়ে বিএসপি-তে যোগ দেন। এর পর বিএসপি তাঁকে আমরোহা থেকে প্রার্থী করে। বিজেপি-র কানওয়ার সিং তানওয়ারকে প্রায় ৬৩ হাজার ভোটে হারিয়ে জিতেছিলেন দানিশ। সেই দলই এ বার তাঁকে সাসপেন্ড করল।