নয়া দিল্লি: মামলা শুনবেন তিন বিচারপতি। সবাই হাজির এজলাসে। সব পক্ষের আইনজীবীরাও উপস্থিত। শুনানি শুরু হতেই বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহতাগী আর্জি জানালেন, তিনি দু’খানা হুইস্কির বোতল আনতে চান। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সম্মতি দিলে বোতল দুটো নিয়ে এসে নিজের টেবিলে রাখলেন তিনি। এই দৃশ্য দেখে অবাক বিচারপতিরা। হেসেই ফেললেন প্রধান বিচারপতি। প্রশ্ন করলেন, ‘আপনি সঙ্গে দুটো বোতল এনেছেন?’ রোহতাগী বোঝালেন মামলার স্বার্থে এই বোতল দুটি এনেছেন তিনি।
আসলে মদ প্রস্তুতকারী সংস্থার করা আবেদনের ভিত্তিতেই এই মামলা চলছে। তার শুনানিতে অভিযোগটা বোঝানোর জন্য বোতলদুটি নিয়ে আসেন রোহতাগী। সেটা সামনে রেখেই সংশ্লিষ্ট সংস্থার হয়ে সওয়াল করেন তিনি। ‘পার্নড রিকার্ড’ নামে এক সংস্থা মামলা করেছেন আর এক মদ প্রস্তুতকারী সংস্থা ‘জে কে এন্টারপ্রাইজে’র বিরুদ্ধে।
‘পার্নড রিকার্ড’-এর অভিযোগ ‘ট্রেডমার্ক’ ভেঙে বেআইনিভাবে মদ বিক্রি করছে ‘জে কে এন্টারপ্রাইজ’। তাদের দাবি, ইন্দোরের ওই সংস্থা ‘পার্নড রিকার্ড’-এর একটি পণ্যের নাম নকল করে নিজেদের প্রোডাক্টের নামকরণ করেছেন। ‘পার্নড রিকার্ড’-এর হুইস্কির নাম ‘ব্লেন্ডার্স প্রাইড’। আর ‘জে কে এন্টারপ্রাইজ’ বিক্রি করছে ‘লন্ডন প্রাইড’। আরও অভিযোগ, ‘পার্নড রিকার্ড’-এর পণ্য ‘ইম্পেরিয়াল ব্লু’-র বোতলের আকার অবিকল নকল করে তাতেই বিক্রি করা হচ্ছে ‘লন্ডন প্রাইড’। ‘পার্নড রিকার্ড’-এর তরফে মামলা লড়ছেন আইনজীবী রোহতাগী। আর দুই সংস্থার বোতলের আকারের কতটা মিল সেটা বোঝাতেই শুক্রবার বোতল দুটি হাজির করেন তিনি।
এর আগে এই আবেদন জানানো হয়েছিল মধ্যপ্রদেশে হাইকোর্টে। আর্জি ছিল, ‘জে কে এন্টারপ্রাইজ’-কে ওই পণ্য তৈরি করতে দেওয়া যাবে না। কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। হাইকোর্টের যুক্তি ছিল এই সব ব্র্যান্ডের মদের দাম বেশি, এগুলো যাঁরা খান, তাঁরা শিক্ষিত মানুষ। তাই ব্র্যান্ডের তফাৎ তাঁরা বুঝতে পারবেন। এরপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে চলছে সেই মামলা। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, প্রাইড হল একটি জেনেরিক নাম। এর এতে কোনও কপিরাইট থাকবে না। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। শুনানি চলবে। সওয়াল-জবাব শেষে রোহতাগী প্রধান বিচারপতিকে বলেন, ‘আমি বোতল দুটো নিয়ে যেতে পারি?’ প্রধান বিচারপতি হেসে বলেন, ‘হ্যাঁ।’