মুম্বই: চিকিৎসকের চেম্বার থেকে উদ্ধার হল এক কিশোরীর ঝুলন্ত দেহ। ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। মৃতা মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিশোরীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে।
মালাডে রয়েছে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার। সেখানেই ওই কিশোরী কাজ করতেন বলে জানা গিয়েছে। প্রতিদিনের মতো ২৮ ডিসেম্বরও চেম্বারে কাজে গিয়েছিল ওই কিশোরী। কিন্তু বাড়ি ফিরে আসেনি। পরে চেম্বার থেকেই তার দেহ উদ্ধার হয়। নির্যাতিতার মায়ের অভিযোগ, চিকিৎসক ধর্ষণ করেছে তাঁর মেয়েকে। চিকিৎসক প্রায়শই খারাপ ব্যবহার করতেন বলে জানিয়েছেন নির্যাতিতার মা। এমনকি অতীতে চিকিৎসক মেয়েকে যৌন হেনস্থা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।
তাঁর মেয়ে আত্মহত্যা করেনি, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগও করেছেন ওই মেয়েটির মা। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।