Mukul Roy: দিল্লি আসায় কেন তাঁকে নিয়ে এত হইচই? উত্তর দিলেন মুকুল

Sudeshna Ghoshal | Edited By: Soumya Saha

Apr 19, 2023 | 8:11 PM

Mukul Roy: রবিবার শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আক্রমণ শানিয়েছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধেও। আর সেইদিনেই মুকুলের এই হঠাৎ দিল্লিযাত্রা নিয়ে অনেকেই সেটিং তত্ত্ব উসকে দিচ্ছিলেন।

Mukul Roy: দিল্লি আসায় কেন তাঁকে নিয়ে এত হইচই? উত্তর দিলেন মুকুল
শুভ্রাংশু রায় ও মুকুল রায়

Follow Us

নয়া দিল্লি: রবিবার রাতে হঠাৎ করে শোরগোল। মুকুল রায়কে (Mukul Roy) নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে নিয়ে চিন্তিত শুভ্রাংশু পুলিশের কাছে নিখোঁজ ডায়েরিও করেছিলেন। পরে অবশ্য জানা যায়, মুকুলবাবু দিল্লিতে রয়েছেন। কাউকে কিছু না জানিয়েই দিল্লিতে চলে গিয়েছেন তিনি। তারপর থেকেই শুরু হয় মুকুলের ফুলবদলের জল্পনা। প্রসঙ্গত, মুকুলবাবু যে পদ্ম শিবিরের একজন, তা মানতে নারাজ বঙ্গ বিজেপি। দীর্ঘদিন ধরেই এই অবস্থান বাংলার পদ্ম নেতাদের। এরই মধ্যে রবিবার শুভেন্দু অধিকারী নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আক্রমণ শানিয়েছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধেও। আর সেইদিনেই মুকুলের এই হঠাৎ দিল্লিযাত্রা নিয়ে অনেকেই সেটিং তত্ত্ব উসকে দিচ্ছিলেন। যদিও মুকুলবাবু দাবি, ফুলবদলের প্রশ্নই নেই। কারণ তিনি বিজেপিতেই রয়েছেন। হঠাৎ করে তাঁর দিল্লিযাত্রা নিয়েও এবার সাংবাদিক বৈঠক করে গোটা বিষয়ের বিবরণ দিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক।

শুভেন্দুর সেই আক্রমণ প্রসঙ্গে মুকুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাঁর বিরুদ্ধে অভিযোগ (শুভ্রাংশু), জবাব তাঁরই দেওয়ার কথা। সে প্রাপ্তবয়স্ক। দরকার হলে সেই জবাব দেবে।’ শুভ্রাংশুর বিরুদ্ধে অভিযোগ ওঠার সঙ্গে কি মুকুলের দিল্লিযাত্রার কোনও যোগ রয়েছে? প্রশ্ন করায় মুকুলের সাফ জবাব, ‘না না, সেরকম কিছু হয়নি। সেট করার জন্য আমি আসিনি। সেও (শুভ্রাংশু) কোনওদিন কিছু সেট কিছু চায় না।’

কাউকে কিছু না জানিয়ে দিল্লি চলে আসায় যে গুঞ্জন ছড়িয়েছে, তা নিয়েও এদিন মুখ খুললেন মুকুল রায়। বললেন, ‘চারিদিকে গুঞ্জন হচ্ছে, আমি দিল্লি কেন এলাম? দিল্লিতে একবছর মতো আমার আসা যাওয়া কম ছিল। তার আগে আমি অনেকবার দিল্লি এসেছি। এবারও এসেছি। শুধু একটা ঘটনা ঘটেছে। এবার দিল্লিতে আমি নিজে নিজেই চলে এসেছি। বাড়ির কাউকে না বলে চলে এসেছি। দিল্লিতে আসা আমার প্রয়োজন ছিল। সেই জন্য এবারও এসেছি। প্রত্যেকের সঙ্গে দেখা করছি।’

রায়সাহেবের আরও সংযোজন, ‘রটনা হচ্ছে, আমি বাড়িতে ঝগড়া করে এসেছি বা লুকিয়ে এসেছি। কিন্তু ব্যাপারটা তা নয়। এটা সত্যি আমি কাউকে না জানিয়ে এসেছি। হয়ত জানিয়ে আসলে এই হইচই টা হত না। দিল্লির কাজকর্ম সেরে ফিরে যাব।’ শুভ্রাংশুকে যে থানায় মিসিং ডায়েরি করেছেন, সেই বিষয়টিও কানে গিয়েছে মুকুল রায়ের। বললেন, ‘আমি শুনেছি আমার নামে একটি ডায়েরি হয়েছে। কিন্তু এটা পারিবারিক ব্যাপার, ঠিক মিটে যাবে।’

Next Article
Mukul Roy: আপনি কি তাহলে না ঘর কা না ঘাট কা? সাংবাদিকের প্রশ্নে মুকুল বললেন…
Same-Sex Marriage: সমকামী বিবাহ শহুরে অভিজাত ধারণা নয়, কেন্দ্র দিতে পারেনি কোনও তথ্য: সুপ্রিম কোর্ট