Mumbai Hostage in Studio: ‘আমি কিছু প্রশ্ন করতে চাই…’, ১৭ জন শিশুকে পণবন্দি করল একা যুবক, ‘মাস্টারপ্ল্যান’ পণ্ড পুলিশের
Mumbai Hostage News: মুম্বইয়ের আরএ স্টুডিওতে প্রায় প্রতিদিনের মতোই শুরু হয়েছিল অডিশন প্রক্রিয়া। এই স্টুডিওতে একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তাঁরাই এই অডিশন আয়োজন করে থাকেন। ধৃত অপহরণকারীও সেই আয়োজকদের মধ্য়েই একজন। দিন পাঁচেক ধরে সেই স্টুডিওর কর্মী হিসাবে শতাধিক অভিনেতা, খুদে অভিনেতার অডিশন নিয়েছেন তিনি।

নয়াদিল্লি: তিনি শুধু কথা বলতে চান। কারি কারি অর্থ কিংবা অন্য কোনও দাবি নয়, চান শুধু কথা বলতে। বৃহস্পতিবার এই দাবিতেই ১৭ জন শিশু, একজন প্রৌঢ় ও যুবক-সহ মোট ১৯ জনকে পণবন্দি করলেন ব্যক্তি। আটকে রাখলেন স্টুডিওর অন্দরে। এই ঘটনা মুম্বইয়ের। যা ঘিরে শোরগোল পড়েছে বাণিজ্য শহরে। কিন্তু কেন ওই খুদেদের পণবন্দি করলেন তিনি? পুলিশি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্য়েই ১৯ জন পণবন্দিকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, গ্রেফতার করা হয়েছে অপহরণকারীকে।
মুম্বইয়ের আরএ স্টুডিওতে প্রায় প্রতিদিনের মতোই শুরু হয়েছিল অডিশন প্রক্রিয়া। এই স্টুডিওতে একটি অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। তাঁরাই এই অডিশন আয়োজন করে থাকেন। ধৃত অপহরণকারীও সেই আয়োজকদের মধ্য়েই একজন। দিন পাঁচেক ধরে সেই স্টুডিওর কর্মী হিসাবে শতাধিক অভিনেতা, খুদে অভিনেতার অডিশন নিয়েছেন তিনি। বৃহস্পতিবারও অডিশন দিতে পৌঁছে গিয়েছিলেন ১০০ প্রার্থী। তাঁদের মধ্যে থেকে এই ১৯ জনকে রেখে বাকিদের চলে যেতে বলে অভিযুক্ত।
এরপরই কার্যকর করেন নিজের ‘মাস্টারপ্ল্যান’। আগত প্রার্থীদের পণবন্দি করে নেন অভিযুক্ত। বন্ধ করে দেন স্টুডিও থেকে বেরনোর সমস্ত পথ। কিন্তু কেন এমনটা করলেন তিনি? তা এখনও স্পষ্ট নয়। এদিন সমাজমাধ্যমে নিজের একটি ভিডিয়ো পোস্ট করেন অভিযুক্ত। তাতে তিনি বলেন, ‘আমার কোনও দাবি নেই। আমি শুধু কিছু প্রশ্ন করতে চাই, আর তার পরিবর্তে উত্তর পেতে চাই।’ একাংশ বলছেন, এটা যেন কোনও সিনেমার প্লট।
সেই ভিডিয়োয় অভিযুক্ত আরও বলেছেন, ‘আমি কোনও সন্ত্রাসবাদী নই। এমন নয় যে আমার কোনও বিরাট অর্থের চাহিদা রয়েছে। আমি শুধু কিছু সমস্যার সমাধান চাই। প্রশ্ন করতে চাই, উত্তর পেতে চাই। তা না পেলে আমি মৃত্যু বরণ করব। একা মরব না, নিয়ে মরব। আর উত্তর পেয়ে গেলে নিজেই বেরিয়ে আসব। সবাইকে ছেড়ে দেব। পাশাপাশি, মানুষকে অনেক সমস্যারও সমাধান দিয়ে যাব।’
এই পণবন্দি হওয়ার খবর পেতেই গোটা ব্য়াপারটা নিয়ে তৎপর হয় পুলিশ। স্টুডিওর বাথরুমের জানলা দিয়ে সেখানে ঢুকে পড়ে তাঁরা। পাকড়াও করে অভিযুক্তকে। এদিন মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দত্তা নালাওয়াড়ে জানিয়েছেন, অভিযুক্তের থেকে একটি এয়ার গান ও কিছু রসায়নিক পদার্থ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন তিনি এমন কাণ্ড ঘটালেন?
