Obscene video: সহকর্মীর স্ত্রীর অশালীন ভিডিয়ো ছড়িয়েছেন হোয়াটসঅ্যাপে, সাসপেন্ড পুলিশকর্মী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jan 07, 2023 | 8:00 AM

Crime: অভিযুক্ত পুলিশ কনস্টেবলের সঙ্গে তাঁর সহকর্মীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায়শই দুজনে মিলিত হতেন বলে জানা গিয়েছে।

Obscene video: সহকর্মীর স্ত্রীর অশালীন ভিডিয়ো ছড়িয়েছেন হোয়াটসঅ্যাপে, সাসপেন্ড পুলিশকর্মী
প্রতীকী ছবি

Follow Us

মুম্বই: সহকর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি তুলেছিলেন। দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়োও তুলেছিলেন। তার পর সেই ভিডিয়ো, ছবি ছড়িয়ে ছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই ভিডিয়ো সামনে আসেতেই সাসপেন্ড হলেন এক পুলিশ কনস্টেবল। তাঁর সঙ্গেই কর্মরত অপর এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ওই পুলিশকর্মীর। সেই ঘটনা সামনে আসার পর নিজের সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই কনস্টেবল। এর পরই চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বইয়ে। অভিযুক্ত কনস্টেবল মুম্বই পুলিশে কর্মরত।

অভিযুক্ত পুলিশ কনস্টেবলের সঙ্গে তাঁর সহকর্মীর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। প্রায়শই দুজনে মিলিত হতেন বলে জানা গিয়েছে। অন্তরঙ্গ মুহূর্তে সহকর্মীর স্ত্রীর নগ্ন ছবি নিজের মোবাইলে তুলে রেখেছিলেন ওই পুলিশকর্মী। সেই ছবি ভিডিয়ো তিনি ছড়িয়ে দেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে।

সেই ভিডিয়ো দেখেন তাঁর সহকর্মী। তখন তিনি নিজের স্ত্রীকে প্রশ্ন করেন। জেরার মুখে তাঁর স্ত্রী অভিযুক্তের সঙ্গে নিজের সম্পর্কের কথা স্বীকার করে নেন। এর পর সহকর্মী ও নিজের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই পুলিশ কনস্টেবল। তাঁর অভিযোগ, তাঁর ভাবমূর্তিতে কালি লাগাতেই ওই দুজন এ কাজ করেছেন।

ওই কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই ঘটনার তদন্ত শেষ হচ্ছে ততদিন সাসপেন্ড থাকবেন ওই পুলিশ কনস্টেবল।

Next Article