Mamata Banerjee: জাতীয় সঙ্গীতের ‘অসম্মান’ করেননি মমতা, মামলা খারিজ করে জানাল আদালত

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 01, 2023 | 9:38 PM

বিবেকানন্দ গুপ্তা নামের এক বিজেপি কর্মী মমতা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, জাতীয় সঙ্গীত চলার সময় উঠে দাঁড়াননি মমতা। তাঁর আরও অভিযোগ ছিল, চেয়ার বসেই জাতীয় সঙ্গীতের কয়েক লাইন গেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই মমতা অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ।

Mamata Banerjee: জাতীয় সঙ্গীতের ‘অসম্মান’ করেননি মমতা, মামলা খারিজ করে জানাল আদালত
মমতা বন্দ্য়োপাধ্যায়
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: ২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। মুম্বইয়ের এক বিজেপি নেতা মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতে মুম্বইয়ের আদালত সাফ জানিয়ে দিয়েছে, জাতীয় সঙ্গীতের প্রতি কোনও রকম অসম্মান করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ সংক্রান্ত কোনও অপরাধ করেননি বলেও জানিয়েছে আদালত। ওই মামলা খারিজ করে দেওয়া হয়েছে।

বিবেকানন্দ গুপ্তা নামের এক বিজেপি কর্মী মমতা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, জাতীয় সঙ্গীত চলার সময় উঠে দাঁড়াননি মমতা। তাঁর আরও অভিযোগ ছিল, চেয়ার বসেই জাতীয় সঙ্গীতের কয়েক লাইন গেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই মমতা অনুষ্ঠান মঞ্চ থেকে বেরিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। এই সব অভিযোগ নিয়েই প্রিভেনশন অব ইনসাল্ট টু দ্য ন্যাশনাল অনর অ্যাক্টে অভিযোগ দায়ের হয়েছিল তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে।

এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানিয়েছেন, অভিযোগকারী ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কেবল মাত্র টেলিভিশনে সম্প্রচারিত ক্লিপের ভিত্তিতে তিনি অভিযোগ দায়ের করেছেন। যে অভিযোগ বিবেকানন্দ করেছেন তার ভিত্তি ১৭-১৯ সেকেন্ডের ক্লিপ। গোটা ঘটনা প্রায় ২ মিনিট সময়কালের। মমতার আইনজীবী আদালতে আরও জানিয়েছেন, “ধীরে এবং শ্রদ্ধার সঙ্গে” জাতীয় সঙ্গীত গেয়েছেন মমতা। এবং জাতীয় সঙ্গীতে ‘মারাঠা’, ‘বঙ্গ’ শব্দগুলি বেশি জোর দিয়ে উচ্চারণ করেছেন। এমনকি জাতীয় সঙ্গীত শেষে ‘জয় মহারাষ্ট্র, জয় ভারত, জয় বাংলা’ স্লোগানও দিয়েছেন।

সব কিছু বিচার করে আদালত জানিয়েছে, জাতীয় সঙ্গীতের কোনও রকম অসম্মান মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। এই অভিযোগ থেকে মমতাকে মুক্ত করেছে মুম্বইয়ের আদালত। ২০২১ সালের ডিসেম্বরে জাভেদ আখতার এবং সুধীন্দ্র কুলকার্নির আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখানেই এই অভিযোগ উঠেছিল।

Next Article